ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

এবার স্ত্রীর সাথে বিচ্ছেদ হলো গার্দিওলার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:২৪:১৬ অপরাহ্ন
এবার স্ত্রীর সাথে বিচ্ছেদ হলো গার্দিওলার
স্পোর্টস ডেস্ক
ফুটবল মাঠে একদমই ভালো সময় যাচ্ছে না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার। টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের রেকর্ড করা দলটির চলতি মৌসুমে নাজুক অবস্থা। শিরোপা হাতছাড়া হওয়ার পথে গার্দিওলার দল সিটি। কোচিংয়ে দুর্দিনে গার্দিওলাকে ঘিরে ধরেছে ব্যক্তিগত সমস্যাও। স্পেনের গণমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, গার্দিওলার ৩০ বছরের সংসার ভেঙে গেছে। স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। দুজনের সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা, এমনটিই জানিয়েছে ‘স্পোর্ট’। দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসলেও তাদের বন্ধুত্ব আগের মতোই আছে। স্পোর্টের বরাতে ইংলিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, গত ৫ বছর যাবৎ আলাদা থাকছেন গার্দিওলা ও ক্রিস্টিনা। গার্দিওলা তার পেশাগত কাজে বসবাস করছেন ম্যানচেস্টারে। অন্যদিকে ব্রাজিলিয়ান সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার স্থায়ী আবাস স্পেনের বার্সেলোনা। সেখানে বাবা-মায়ের ব্যবসা পরিচালনা করছেন তিনি। গার্দিওলা-ক্রিস্টিনা দম্পতির ঘরে ৩টি সন্তান রয়েছে- মারিয়া (২৪), মারিউস (২২) ও ভ্যালেন্টিনা (১৭)। ৫৩ বছর বয়সী কোচ গার্দিওলার বিচ্ছেদ নিয়ে জানতে টেলিগ্রাফের পক্ষে থেকে যোগাযোগের চেষ্টা করা হয় ম্যানসিটির সঙ্গে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্লাবটি। অবাক করা বিষয় হলো, গত বছরও ক্রিস্টিনার সঙ্গে অনেকগুলো ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন গার্দিওলা। গত জানুয়ারিতে ম্যানসিটি কোচ বলেছিলেন, তার স্ত্রী বিশ্বসেরা। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, তা আঁচ করার কঠিনই বটে। স্পোর্ট তাদের প্রতিবেদনে জানায়, গার্দিওলার সঙ্গে ক্রিস্টিনার বিচ্ছেদ হয়ে গেছে গেল ডিসেম্বরেই। তবে বিষয়টি জানতেন শুধু দু’পক্ষের ঘনিষ্ঠরা। পরিবার ও বন্ধুদের বিষয়টি গোপন রাখার কথা বলা হয়েছিল দুই পরিবার থেকেই। যে কারণে এতদিন তা প্রকাশ্যে আসেনি। গার্দিওলা-ক্রিস্টিনার যৌথভাবে পথ চলা শুরু হয় ১৯৯৪ সালে। এরপর ২০১৪ সালে বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ তাদের স্বীকৃত দাম্পত্য জীবন স্থায়ী হলো মাত্র ১০ বছর। গত নভেম্বরে বিশ্বের অন্যতম সেরা ও নামি কোচ গার্দিওলার সঙ্গে নতুন করে আরও ২ বছরের চুক্তি করেছে ম্যানসিটি। সে হিসেবে ২০২৭ সাল পর্যন্ত ম্যানসিটিতেই থাকবেন তিনি। তবে চলতি মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি করবেন না বলে জানিয়েছেন গার্দিওলা নিজেই।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য