ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দল ঘোষণা দিলো প্রোটিয়ারা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:২২:২৩ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দল ঘোষণা দিলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
পেসার আনরিখ নর্কিয়াকে ফিরিয়ে এনে আগামী মাসে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী আনরিখ নর্কিয়া। স্ট্রেস ফ্র্যাকচার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন নর্কিয়া। ঐ বিশ্বকাপের ফাইনালের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য সিএসএ’র সাথে চুক্তি বাতিল করেছিলেন নর্কিয়া। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে যাওয়ায় গত মাসে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যান নর্কিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নর্কিয়া পুরোপুরি ফিট থাকবেন বলে বিশ্বাস করেন কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছে নর্কিয়া। প্রিটোরিয়ায় আমাদের ক্যাম্পে ভালো বোলিং করেছে সে।’ কুঁচকির ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন আরেক পেসার লুঙ্গি এনগিদি। গেল বছরের অক্টোবরে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলা দশজন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। আইসিসি সর্বশেষ দুই ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও টি-টোয়েন্টি ফাইনালে খেলেছিলো দক্ষিণ আফ্রিকা। ঐ দু’টি টুর্নামেন্টের ফলাফল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন ওয়াল্টার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘বি’তে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রোটিয়াদের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২১ ফেব্রুয়ারিতে করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও পহে মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।
 
দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য