ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দল ঘোষণা দিলো প্রোটিয়ারা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:২২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:২২:২৩ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দল ঘোষণা দিলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
পেসার আনরিখ নর্কিয়াকে ফিরিয়ে এনে আগামী মাসে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী আনরিখ নর্কিয়া। স্ট্রেস ফ্র্যাকচার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন নর্কিয়া। ঐ বিশ্বকাপের ফাইনালের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য সিএসএ’র সাথে চুক্তি বাতিল করেছিলেন নর্কিয়া। নেটে ব্যাটিং অনুশীলনের সময় পায়ের বৃদ্ধাঙ্গুল ভেঙে যাওয়ায় গত মাসে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যান নর্কিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নর্কিয়া পুরোপুরি ফিট থাকবেন বলে বিশ্বাস করেন কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছে নর্কিয়া। প্রিটোরিয়ায় আমাদের ক্যাম্পে ভালো বোলিং করেছে সে।’ কুঁচকির ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন আরেক পেসার লুঙ্গি এনগিদি। গেল বছরের অক্টোবরে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলা দশজন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। আইসিসি সর্বশেষ দুই ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও টি-টোয়েন্টি ফাইনালে খেলেছিলো দক্ষিণ আফ্রিকা। ঐ দু’টি টুর্নামেন্টের ফলাফল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন ওয়াল্টার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ‘বি’তে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেখানে প্রোটিয়াদের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২১ ফেব্রুয়ারিতে করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও পহে মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।
 
দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য