ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

রুদ্ধশ্বাস ম্যাচে খুলনাকে হারিয়ে রংপুরের টানা সপ্তম জয়

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:২০:১১ অপরাহ্ন
রুদ্ধশ্বাস ম্যাচে খুলনাকে হারিয়ে রংপুরের টানা সপ্তম জয়
স্পোর্টস ডেস্ক
বিপিএল ২০২৫-এর উত্তেজনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের জয়রথ অব্যাহত। খুলনা টাইগার্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে টানা সপ্তম জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। পাওয়ার প্লেতে ২ উইকেটে তোলে মাত্র ৩৯ রান। উদ্বোধনী ব্যাটার স্টিভেন টেলর (৮ বলে ১৩) এবং সাইফ হাসান (১১ বলে ৭) দ্রুতই সাজঘরে ফেরেন। ওপেনার তৌফিক খান এক প্রান্ত আগলে রাখলেও ৩০ বলে ৩৬ রান করে আবু হায়দারের বলে আউট হন। এরপরই চতুর্থ উইকেটে পাকিস্তানি দুই ব্যাটার খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদ মিলে ম্যাচের চিত্র পাল্টে দেন। তাদের ১১৩ রানের জুটি রংপুরকে শক্ত অবস্থানে নিয়ে যায়। খুশদিল শাহ এক পর্যায়ে নাসুম আহমেদের এক ওভারে চার ছক্কা হাঁকান। তিনি ৩৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন। ইফতিখার করেন ৩৬ বলে ৪৩। খুলনার হয়ে আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট। ১৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা খুলনার শুরুটাও ছিল ভালো। দারউইশ রাসুলী ১৫ বলে ১৭ রান করে আউট হলেও মেহেদী হাসান মিরাজ (২৪ বলে ৩৯) এবং নাইম শেখ (৪১ বলে ৫৮) মিলে ৬১ রানের জুটি গড়েন। তবে এই জুটি ভাঙার পর খুলনার ব্যাটিং ছন্দপতন ঘটে। নাইম আউট হওয়ার পর আফিফ হোসেন ১৫ বলে ২৯ রান করে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন। শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। ১৯তম ওভারে আকিফ জাভেদ দুর্দান্ত বোলিং করেন। তিনি সেই ওভারে ২৯ রান করা আফিফকে আউট করেন এবং খুলনাকে চাপের মুখে ফেলে দেন। শেষ ওভারে সাইফউদ্দিন মাত্র ৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় খুলনা। রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। সাইফউদ্দিন এবং শেখ মেহেদী হাসান পান দুটি করে উইকেট। এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বাকি অংশে তাদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য