ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

লস অ্যাঞ্জেলেস দাবানলে পুড়ছে অস্কার!

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:১৬:১১ অপরাহ্ন
লস অ্যাঞ্জেলেস দাবানলে পুড়ছে অস্কার!
বিনোদন ডেস্ক
লস অ্যাঞ্জেলেস অঞ্চলের বিধ্বংসী অগ্নিকাণ্ডের মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় পুড়ে যাওয়া ধ্বংসস্তুপের উপর একটি অস্কার স্ট্যাচু পড়ে আছে। স্খলিত সোনালি অস্কারটি কিছুটা ক্ষতিগ্রস্ত এবং এর ব্রোঞ্জ ও সোনালী প্লেটিং উধাও। এর নিচে থাকা কালো ফিল্ম রিলটি গলে গিয়ে বিকৃত হয়ে গেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে ছবিটি। সবাই এটিকে চলচ্চিত্র জগতের জন্য ট্র্যাজেডি হিসেবে দেখছেন। অনেকে আবার এটিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে দাবানালে ধ্বংসযজ্ঞে অনেক জীবনের সম্ভাবনা-সাফল্য ও স্বপ্ন পুড়ে যাওয়ার শৈল্পিক প্রতীক হিসেবে দেখছেন। ছবিটি দাবানলে হলিউডের চরম বিপর্যয়েরও প্রতিনিধিত্ব করছে। দাবানলে হলিউডের অনেক তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, সেইসব তারকার কোনো একজনের পুড়ে যাওয়া বাড়ি থেকেই ছবিটি তোলা হয়েছে। ইটালিয়ান-আমেরিকান অভিনেত্রী ইসাবেলা রোসেলিনির মতো তারকারা ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। চলচ্চিত্রপ্রেমীরা ছবিটি দেখে বেদনার অনুভূতি প্রকাশ করছেন। তবে প্রচুর মিথ্যা তথ্য এবং এআই প্রযুক্তিতে ভুয়া ছবি অনলাইনে ছড়ানোর ফলে পোড়া অস্কারের এই ছবিটি আসল নাকি প্রতারণামূলক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত ছবিটির সত্যতা যাচাই করা যায়নি। গণমাধ্যম গোল্ড ডার্বি জানায়, অস্কার কর্তৃপক্ষও এই ছবির বিষয়ে নিশ্চিত নয়। একাডেমি থেকে একটি সুত্র গোল্ড ডার্বিকে জানিয়েছে, ‘ছবিটি যদি সত্যি হয় তবে ওই অস্কারটির মালিকের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আবার তাকে সেটি নতুন করে দেবো। এই ভয়াবহ দাবানলে অনেক তারকাই ঘরবাড়ি হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। হয়তো সেখানকার কোনো তারকারই হবে অস্কারটি। সব যাচাই বাছাই করে আমরা আবারও সেটি প্রতিস্থাপন করবো। যার অস্কার পুড়ে গেছে তার হাতে আবার সেটি তুলে দিতে পারলে আমরা খুশি হবো।’ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে অনেকে নিজের মতো করে অনুভূতি প্রকাশ করছেন। তারা বলছেন, অস্কারের স্ট্যাচু প্রতিস্থাপন একটি ক্ষুদ্র বিষয়। দাবানলে সামগ্রিক যে বিপর্যয় তার তুলনায় এটি তেমন গুরুত্ব বহন করে না। আগুনটি লস অ্যাঞ্জেলেস মেট্রোপলিটন অঞ্চলের ৪০,০০০ একরের বেশি জায়গা পুড়িয়ে ফেলেছে, অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটিয়েছে। ১২,৩০০টির বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ৯২,০০০ মানুষ বাস্তুহারা হয়েছেন। বিশেষত প্যাসিফিক প্যালিসেডস, মালিবু, অলটাডেনা, এবং পাসাদেনা এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এমন ক্ষতির ভিড়ে একটি অস্কার স্ট্যাচুর পুড়ে যাওয়া তেমন কোনো ঘটনা নয়। তবে ছবিটি হৃদয়কে আঘাত করে এই ভাবনায়- সাম্প্রতিক দাবানলে অস্কারটির মতো অনেক স্বপ্ন, সাফল্য ও জীবনের গল্প মাটিতে মিশে গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য