ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাকিব খানের ‘দরদ’

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:০৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:০৯:৫৯ অপরাহ্ন
ওটিটিতে মুক্তি পাচ্ছে সাকিব খানের ‘দরদ’
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এটি গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে তার বিপরীতে রয়েছেন ভারতের অভিনেত্রী সোনাল চৌহান। নির্মাণ করেন অনন্য মামুন। মুক্তির আগেই গণমাধ্যমে নির্মাতা জানিয়েছিলেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা। প্রযোজনায় বাংলাদেশেরও অংশ রয়েছে। এতে অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। কিন্তু মুক্তির দুই মাস পার হয়ে গেলেও সিনেমাটি এখনও ভারতে মুক্তি পায়নি। ইতোমধ্যেই বাংলাদেশ, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০ দেশে এটি মুক্তি পেয়েছে। এবার জানা গেছে, ভারতে মুক্তির আগেই ওটিটিতে প্রকাশ হচ্ছে সিনেমাটি! সম্প্রতি ওটিটি প্ল্য্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমার শুটিং শুরু থেকেই নির্মাতা বলে এসেছেন এটি বাংলাদেশের সঙ্গে একইদিনে হিন্দি, তেলেগুসহ পাঁচ ভাষায় ভারতে মুক্তি দেয়া হবে। কিন্তু সেটা হয়নি। প্যান ইন্ডিয়ান সিনেমা দাবি করা ‘দরদ’ এখনও ভারতে মুক্তি পায়নি! তার আগেই দর্শক ঘরে বসেই দেখতে পারবে সিনেমাটি! এটি কি আদৌ ভারতে মুক্তি পাবে? এ নিয়ে রয়েছে সংশয়। এছাড়া সিনেমাটির প্রমোশন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয় নির্মাতাকে। তিনি জানিয়েছিলেন, দরদের টিজার প্রকাশ হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। এছাড়াও শাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজনে প্রকাশ করা হবে এর ট্রেলার। কিন্তু বাস্তবে তার কিছুই দেখা যায়নি। এদিকে এ সিনেমা দিয়ে দর্শক টানতেও ব্যর্থ হন শাকিব খান। ফলে শাকিব খান যে ‘ঈদ নির্ভর নায়ক’ গত কয়েক বছরের পুরনো এ দাবিটি আবারও প্রমাণিত হলো ঈদ ছাড়া মুক্তি পাওয়া দরদের মাধ্যমে। ঈদে তার অভিনীত সিনেমা মোটামুটি ভাবে দর্শক টানতে পারলেও ঈদ ছাড়া তিনিও অসহায়। প্রসঙ্গত, বর্তমানে মুম্বাইয়ে শাকিব খান ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয়। জানা গেছে, এটি ঈদে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ হয়েছে। যেটি অন্যের নকল বলে সমালোচনার মুখে পড়ে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য