ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা
জামায়াত কর্মী নিহত

দৃষ্টান্তমূলক শাস্তি চান গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৩:৩৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৩:৩৯:১১ অপরাহ্ন
দৃষ্টান্তমূলক শাস্তি চান গোলাম পরওয়ার
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গত সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কথা জানান। কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত ও আরও ৩৫ নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি আরও বলেন, একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতি যখন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে পতিত স্বৈরাচারের দলীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন। জামায়াতের এই নেতা বলেন, অবিলম্বে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনার তদন্ত করে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার বিকাল ৫টার দিকে বিদ্যালয় উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামায়াত কর্মী খোকন মোল্লার (৩৫) মৃত্যু হয়। গত সোমবার বিকাল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে। জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য স্থানীয় জামায়াত নেতা মুকুলের ওপরে চাপ সৃষ্টি করেছিলেন নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন। এরই প্রতিবাদে রোববার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ