ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:২৭:০৮ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরে ভোটের প্রস্তুতি চলছে
প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের যে সময়ের কথা বলেছেন, সে অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছেন বলে জানান ইসি সচিব বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে ভোট আয়োজন করার দাবি জানালেও নির্বাচন কমিশন সচিবালয় বলছে ভিন্ন কথা। ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা বলেছেন, সে অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছেন তারা। ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কারিগরি সহায়তার বিষয়ে বৈঠক করেন তারা। ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসি সচিব বলেন, ইউএনডিপির সহযোগিতাটা হচ্ছে কারিগরি। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণগত সহযোগিতার পাশাপাশি পরষ্পর অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা তৈরির বিষয়, যোগোযোগ উন্নয়নের বিষয় থাকবে। পরে নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আখতার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে ইসি ‘আনুষ্ঠানিকভাবে অবগত নয়’। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বারবার করে বলছি যে, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। আমরা মনে করি যে, এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ ব্যাপারে আমার মতামত দেওয়ার সুযোগ নেই। কারণ, বিষয়গুলো আমি জানি না। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডো দিয়েছেন, সে উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে যদি নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়ত সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সবশেষ রোববার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেছিলেন, আমাদের সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। ৃএমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচন নির্বাচনকে ব্যাহত করে। মঙ্গলবার এ প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন বলেছে যে, ‘নির্বাচন করার জন্য আমরা রেডি’ এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য তৈরি আছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে, দুইটা নির্বাচন এক সাথে সম্ভব না। সুতরাং এটা জাতির স্বার্থে প্রয়োজন এই নির্বাচনটা (সংসদ নির্বাচন)। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য, ভোটার লিস্ট হালনাগাদে বেশি দিন লাগার কথা নয়, এক মাসের মধ্যেই আপনার যদি কেউ হালনাগাদ করতে চায়- সেটা করতে পারবে। এরপরে প্রিজাইডিং অফিসার নিয়োগসহ বিভিন্ন কাজ এক-দুই মাসের বেশি সময় লাগার কথা নয়। সবই তো তৈরি। ইউএনডিপির সহায়তা গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব। পরে সার্বিক বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে সহযোগিতা চেয়েছি। সে সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। এ জিনিসটা পর্যালোচনা করার জন্য এসেছেন প্রতিনিধিরা। তিনি বলেন, ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি আরও অংশীজনের সঙ্গে কথা বলে ১০ দিনের মধ্যে প্রস্তাব নিয়ে আবার বৈঠক হবে। আজ ছিল মূলত সৌজন্য সাক্ষাৎকার। প্রথম বৈঠকে কাজের পরিধি ঠিক করে নেওয়া। পরবর্তীতে আরও যোগাযোগ হবে।ৃবাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের পর জেনারালাইজেশনের জন্য কম্পিউটারের হার্ডওয়অ্যার, স্ক্যানার, প্রিন্টার এর স্বল্পতা আছে। সহায়তা করার জন্য বলা হয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, ধারাবাহিকভাবে কমিশন থেকে বলা হচ্ছে। মাননীয় সিইসি ও অন্যান্য কমিশনাররা বলেছেন যে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উইন্ডো দিয়েছেন, আমরা সে ইউন্ডো নিয়ে কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স