ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত সোনার খনিতে অন্তত ১০০ শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১১:২৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১১:২৭:৪০ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত সোনার খনিতে অন্তত ১০০ শ্রমিকের মৃত্যু
দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে আটকা পড়া অন্তত ১০০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খনি শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) এ তথ্য জানিয়েছে। তারা ওই খনিতে অবৈধভাবে খনন কাজ চালাচ্ছিলেন। কর্তৃপক্ষ শ্রমিকদের খাদ্য, পানি ও অন্যান্য সরবরাহ বন্ধ করে দিয়ে তাদের জোর করে বের করার উদ্যোগ নেয়, এতে দীর্ঘ অচলাবস্থা শুরু হয়। ম্যাকুয়া গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মনগুনি জানান, শুক্রবার উদ্ধার পাওয়া কিছু শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে, তাতে একটি ভিডিওতে খনির ভেতরে প্লাস্টিকে মুড়ে রাখা বহু মৃতদেহ দেখা গেছে। মনগুনি জানান, উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর স্টিলফন্টাইনের ওই খনিতে ‘কমপক্ষে’ ১০০ জন মারা গেছেন। সন্দেহ করা হচ্ছে, অনাহারে অথবা পানিশূন্যতায় তাদের মৃত্যু হয়েছে। স্কাই নিউজ লিখেছে, শুক্রবার থেকে এ পর্যন্ত ১৮টি লাশ বের করে আনা হলেও মাটির নিচে আরও কয়েকশ মানুষ রয়ে গেছেন। পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সাবাতা মুখওয়াবইনা জানিয়েছেন, সোমবার থেকে নতুন করে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এ পর্যন্ত কতোগুলো মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কতোজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দু’টি ভিডিওতে বহু মৃতদেহ দেখা গেছে, এগুলোর অনেকগুলো প্ল্যাস্টিকের শিট দিয়ে মুড়ে রাখা হয়েছে আর দুর্বল, শার্টবিহীন শ্রমিকরা সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। এর আগে, নভেম্বরে কর্তৃপক্ষ প্রথম খনি শ্রমিকদের জোর করে বের করে খনিটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তখন থেকেই পুলিশ ও শ্রমিকদের মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়ার ভয়ে শ্রমিকরা বের হয়ে আসতে চায়নি। কিন্তু মনগুনি জানান, পুলিশ খনি থেকে বেরিয়ে আসার জন্য শ্রমিকদের ব্যবহৃত দড়িগুলি সরিয়ে ফেলার পরে তারা খনির ভূগর্ভে আটকা পড়েন। সোনার খোঁজে পরিত্যক্ত খনিতে অবৈধভাবে প্রবেশের জন্য খনি শ্রমিকদের জোর করে বের করে আনার চেষ্টায় পুলিশ তাদের খাদ্য সরবরাহও বন্ধ করে দেয়। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ খনিজ উত্তোলনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ খনিটিতে যায় পুলিশ। এর লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দেশগুলো থেকে খনি শ্রমিকদের নিয়োগকারী সিন্ডিকেট দ্বারা পরিচালিত কার্যক্রম বন্ধ করা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ