ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে ব্যাটারিচালিত রিকশায় জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আবারও ইনজুরিতে পড়লেন শামি

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৩:৩৯ অপরাহ্ন
আবারও ইনজুরিতে পড়লেন শামি
স্পোর্টস ডেস্ক
লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। চোটের সাথে দীর্ঘসময় ধরে লড়াই করছেন এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আবারও চোটে পড়েছেন শামি। ফলে অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টেস্টেও খেলা হচ্ছে না তার। গত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন মোহাম্মদ শামি। ওই টুর্নামেন্টে তাকে খেলতে হয় বিশেষ ইনজেকশন নিয়ে। ফেব্রুয়ারিতে ডান অ্যাঙ্কেলে অস্ত্রোপচার হয় তার। চোট কাটিয়ে দীর্ঘদিন পর গতমাসে রঞ্জি ট্রফি দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন তিনি। ধারণা করা হচ্ছিল চোটমুক্ত থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরবেন এই পেসার। তবে নতুন করে হাঁটুর চোটে পড়ায় আপাতত মাঠে ফেরা হচ্ছে না তার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরোপুরি ফিট নন শামি। অ্যাঙ্কেলের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠলেও বোলিংয়ের চাপের কারণে বাঁ হাঁটু ফুলে গেছে ৩৪ বছর বয়সী ক্রিকেটারের। বিসিসিআইয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, “রঞ্জি ট্রফির ম্যাচে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি ৪৩ ওভার বোলিং করেছে। তারপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) বাংলার ৯ ম্যাচের সবকটিতে সে খেলেছে, সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলাভাব স্বাভাবিক।”আরো জানানো হয় হাঁটুর চোট সারতে সময় লাগবে তার। তাই চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না তার। পর্যবেক্ষণ করার পর বিসিসিআইয়ের চিকিৎসক দলের মনে হয়েছে, তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুইটি টেস্টে তাকে বিবেচনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি। প্রথম টেস্টে ভারতের দারুণ জয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিবাঁধায় ড্র হয় তৃতীয় টেস্ট। ফলে সিরিজে এখন ১-১ সমতায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ