ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

আবারও ইনজুরিতে পড়লেন শামি

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৩:৩৯ অপরাহ্ন
আবারও ইনজুরিতে পড়লেন শামি
স্পোর্টস ডেস্ক
লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। চোটের সাথে দীর্ঘসময় ধরে লড়াই করছেন এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আবারও চোটে পড়েছেন শামি। ফলে অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টেস্টেও খেলা হচ্ছে না তার। গত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন মোহাম্মদ শামি। ওই টুর্নামেন্টে তাকে খেলতে হয় বিশেষ ইনজেকশন নিয়ে। ফেব্রুয়ারিতে ডান অ্যাঙ্কেলে অস্ত্রোপচার হয় তার। চোট কাটিয়ে দীর্ঘদিন পর গতমাসে রঞ্জি ট্রফি দিয়ে মাঠের ক্রিকেটে ফেরেন তিনি। ধারণা করা হচ্ছিল চোটমুক্ত থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরবেন এই পেসার। তবে নতুন করে হাঁটুর চোটে পড়ায় আপাতত মাঠে ফেরা হচ্ছে না তার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পুরোপুরি ফিট নন শামি। অ্যাঙ্কেলের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠলেও বোলিংয়ের চাপের কারণে বাঁ হাঁটু ফুলে গেছে ৩৪ বছর বয়সী ক্রিকেটারের। বিসিসিআইয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, “রঞ্জি ট্রফির ম্যাচে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি ৪৩ ওভার বোলিং করেছে। তারপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) বাংলার ৯ ম্যাচের সবকটিতে সে খেলেছে, সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলাভাব স্বাভাবিক।”আরো জানানো হয় হাঁটুর চোট সারতে সময় লাগবে তার। তাই চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা হচ্ছে না তার। পর্যবেক্ষণ করার পর বিসিসিআইয়ের চিকিৎসক দলের মনে হয়েছে, তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুইটি টেস্টে তাকে বিবেচনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি। প্রথম টেস্টে ভারতের দারুণ জয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিবাঁধায় ড্র হয় তৃতীয় টেস্ট। ফলে সিরিজে এখন ১-১ সমতায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য