ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটস পাকিস্তানে ভারি বর্ষণ ও বন্যায় ১৯ জনের মৃত্যু শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন নেপাল-চীন সীমান্তে বন্যায় নিখোঁজ অন্তত ২৯ নাইজেরিয়ায় অতর্কিত হামলায় নিহত অন্তত ৪০ মানবতার গল্প নিয়ে পর্দায় আসছে ‘সুপারম্যান’ ইসলাম ধর্ম গ্রহণ করলেন নীল ছবির তারকা যে কারণে রাশমিকার সঙ্গে জুটি বাঁধতে বিজয়ের আপত্তি পোশাকের কারণে সমালোচনার মুখে নেহা কক্কর প্রকাশ পেলো ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এর প্রথম ঝলক নতুন সিনেমা নিয়ে আসছেন জয়া আহসান ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো অবশেষে বড়ো পর্দায় ফিরছেন মিম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা ৭৫ জন জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ ৭৮ কোটি ৫২ লাখ টাকা কাকরাইলে পুলিশের বাধার পর শহীদ মিনারে বিডিআর সদস্যরা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৫ শতাংশ ভোট পেতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ’লীগ : সানেমের জরিপ ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

ঢাকাকে পাত্তা না দিয়ে নতুন চ্যাম্পিয়ন রংপুর

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৩:০৩ অপরাহ্ন
ঢাকাকে পাত্তা না দিয়ে নতুন চ্যাম্পিয়ন রংপুর
স্পোর্টস ডেস্ক
ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে এনসিএল টি২০ আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচের ফাইনালের লড়াই মোটেই জমেনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে মেট্রো ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়। জবাবে রংপুর সহজেই ১১.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের যেকোন স্বীকৃত টি২০ টুর্নামেন্টের ফাইনালে ১০০’র নীচে অলআউট হওয়া প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ড গড়েছে মেট্রো। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী কিংস ১০৩ রানে অলআউট হয়েছিল। এর আগে গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতেছিল মেট্রো। কিন্তু রংপুরের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে যায়। এরপর খুলনাকে পরাজিত করে মেট্রো ফাইনাল নিশ্চিত করে। কিন্তু ফাইনালে সেই রংপুরেরর কাছেই হার স্বীকার করতে হলো। ম্যাচটি লো স্কোরিং হলেও ৪.৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট পতনে রংপুরকে চাপে ফেলেছিল মেট্রো। আরিফুল হক ও তানবির হায়দার পঞ্চম উইকেটে ২৪ রানের জুটি গড়ে রংপুরকে শিরোপার কাছাকাছি নিয়ে যান। কিন্তু আরিফুলকে ১৪ রানে ফিরিয়ে রাকিবুল হাসান আবারো মেট্রোকে কিছুটা জীবন ফিরিয়ে দিয়েছিলেন। জয় থেকে রংপুর যখন মাত্র ২১ রান দুরে ছিল ঠিক তখন আনামুল হক আনাম ৯ বলে অপরাজিত ১৪ রান তুলে দলকে শিরোপা উপহার দেন। হায়দার ২০ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। আলিস আল ইসলাম ১৩ রানে নিয়েছেন ২ উইকেট। আবু হায়দার রনি ও রাকিবুল হাসান নিয়েছেন ১টি করে উইকেট। ফাস্ট বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু এর আগে ধীর গতির উইকেটের তিনটি করে উইকেট দখল করে মেট্রোর ব্যাটিং লাইন-আপে ধ্বস নামান। এই দুই পেসারের তান্ডবে মেট্রো তৃতীয় ওভারে ৮ রানে ৪ উইকেট হারায়। শামসুর রহমান শুভ দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেছেন। আবু হায়দার রনি করেছেন ১৩ রান। চ্যাম্পিয়ন হিসেবে রংপুর পেয়েছে ২০ লাখ টাকার প্রাইজমানি। অন্যদিকে রানার্স-আপ মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য