ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

হোমারের ‘দ্য ওডেসি’ রূপালি পর্দায় আনতে যাচ্ছেন নোলান

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
হোমারের ‘দ্য ওডেসি’ রূপালি পর্দায় আনতে যাচ্ছেন নোলান
বিনোদন ডেস্ক
প্রাচীন গ্রিক কবি হোমারের লেখা একটি ঐতিহাসিক ও মহাকাব্যিক কবিতা ‘দ্য ওডেসি’। প্রায় ৮ম শতকে রচিত এই কবিতাটি ইলিয়াডের পরবর্তী কাহিনিকে বর্ণনা করেছে। এটি গ্রীক মিথলজির অন্যতম গুরুত্বপূর্ণ এক সৃষ্টি। ‘দ্য ওডেসি’ মূলত ওডেসিয়াসের গল্প, যিনি ট্রোজান যুদ্ধের পর ঘরে ফিরতে দশ বছর সময় ব্যয় করেন। বিভিন্ন বিপদ ও কল্পিত প্রাণিদের সম্মুখীন হন এবং তার স্ত্রী পেনেলোপির সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য সংগ্রাম করেন। সেই গল্প এবার সিনেমার রূপালি পর্দায় তুলে আনবেন হলিউডের বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান। এটি হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা। যেটি নিয়ে এরইমধ্যে আলোচনা তুঙ্গে। অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছিল, নোলান তার বিখ্যাত সিনেমা ‘ওপেনহাইমার’র পর নতুন ছবি বানাবেন। এতে ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, অ্যান হাথওয়ে, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করবেন বলেও জানা যায়। অবশেষে ইউনিভার্সাল পিকচার্স আনুষ্ঠানিকভাবে নোলান পরিচালিত ‘দ্য ওডেসি’ সিনেমার নাম ঘোষণা করেছে। ইউনিভার্সাল পিকচার্স তাদের এক্স/টুইটার পেজে পোস্ট করে জানায়, ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমা ‘দ্য ওডেসি’ একটি অ্যাকশনধর্মী ও রোমাঞ্চে ভরপুর সিনেমা হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে। নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে ছবিটি। পোস্টে আরও বলা হয়, এই ছবিটি প্রথমবারের মতো হোমারের মৌলিক কাহিনিকে আইম্যাক্স ফিল্ম স্ক্রিণে নিয়ে আসবে। এর আগে ওডেসি নিয়ে অনেক থিয়েটার ড্রামা, টিভি সিরিজ ও এটির ছায়া অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে। সেদিক থেকে এটাই হতে যাচ্ছে ওডেসি নিয়ে সরাসরি গল্পের প্রথম সিনেমা। এখন পর্যন্ত ছবির কোনো চরিত্রের পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে ‘ওপেনহাইমার’ ছবিতে নোলানের সঙ্গে কাজ করা ম্যাট ডেমনকে প্রথম শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেটাকে ওডেসিয়াসের চরিত্রের জন্য আভাস বলে মনে করছে হলিউড রিপোর্টার। ‘দ্য ওডেসি’ সিনেমাটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য