ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

হোমারের ‘দ্য ওডেসি’ রূপালি পর্দায় আনতে যাচ্ছেন নোলান

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
হোমারের ‘দ্য ওডেসি’ রূপালি পর্দায় আনতে যাচ্ছেন নোলান
বিনোদন ডেস্ক
প্রাচীন গ্রিক কবি হোমারের লেখা একটি ঐতিহাসিক ও মহাকাব্যিক কবিতা ‘দ্য ওডেসি’। প্রায় ৮ম শতকে রচিত এই কবিতাটি ইলিয়াডের পরবর্তী কাহিনিকে বর্ণনা করেছে। এটি গ্রীক মিথলজির অন্যতম গুরুত্বপূর্ণ এক সৃষ্টি। ‘দ্য ওডেসি’ মূলত ওডেসিয়াসের গল্প, যিনি ট্রোজান যুদ্ধের পর ঘরে ফিরতে দশ বছর সময় ব্যয় করেন। বিভিন্ন বিপদ ও কল্পিত প্রাণিদের সম্মুখীন হন এবং তার স্ত্রী পেনেলোপির সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য সংগ্রাম করেন। সেই গল্প এবার সিনেমার রূপালি পর্দায় তুলে আনবেন হলিউডের বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান। এটি হতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা। যেটি নিয়ে এরইমধ্যে আলোচনা তুঙ্গে। অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছিল, নোলান তার বিখ্যাত সিনেমা ‘ওপেনহাইমার’র পর নতুন ছবি বানাবেন। এতে ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন, অ্যান হাথওয়ে, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করবেন বলেও জানা যায়। অবশেষে ইউনিভার্সাল পিকচার্স আনুষ্ঠানিকভাবে নোলান পরিচালিত ‘দ্য ওডেসি’ সিনেমার নাম ঘোষণা করেছে। ইউনিভার্সাল পিকচার্স তাদের এক্স/টুইটার পেজে পোস্ট করে জানায়, ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমা ‘দ্য ওডেসি’ একটি অ্যাকশনধর্মী ও রোমাঞ্চে ভরপুর সিনেমা হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে। নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে ছবিটি। পোস্টে আরও বলা হয়, এই ছবিটি প্রথমবারের মতো হোমারের মৌলিক কাহিনিকে আইম্যাক্স ফিল্ম স্ক্রিণে নিয়ে আসবে। এর আগে ওডেসি নিয়ে অনেক থিয়েটার ড্রামা, টিভি সিরিজ ও এটির ছায়া অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে। সেদিক থেকে এটাই হতে যাচ্ছে ওডেসি নিয়ে সরাসরি গল্পের প্রথম সিনেমা। এখন পর্যন্ত ছবির কোনো চরিত্রের পরিচয় নিশ্চিত করা হয়নি। তবে ‘ওপেনহাইমার’ ছবিতে নোলানের সঙ্গে কাজ করা ম্যাট ডেমনকে প্রথম শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেটাকে ওডেসিয়াসের চরিত্রের জন্য আভাস বলে মনে করছে হলিউড রিপোর্টার। ‘দ্য ওডেসি’ সিনেমাটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য