ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

এবার স্কেলেটর চরিত্রে অভিনয় করবেন জ্যারেড লেটো

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:০৩ অপরাহ্ন
এবার স্কেলেটর চরিত্রে অভিনয় করবেন জ্যারেড লেটো
বিনোদন ডেস্ক
অনেকের শৈশবের নায়ক হি-ম্যান। এই চরিত্রটি ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজির এক বীরের। একটি কাল্পনিক পৃথিবী এটার্নিয়ার প্রধান চরিত্র প্রিন্স অ্যাডামই হি-ম্যান। যিনি তার ঐশ্বরিক ক্ষমতাধার তরবারি ব্যবহার করে হি-ম্যান রূপে পরিণত হন। অত্যন্ত শক্তিশালী এবং সাহসী সুপারহিউম্যান হি-ম্যান। তার লক্ষ্য পৃথিবীকে স্কেলেটর ও তার শত্রু বাহিনী থেকে রক্ষা করা। ১৯৮২ সালে ম্যাটেল এই খেলনা ব্র্যান্ডটি তৈরি করে। সেটি বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়তা পায়। পরে এই চরিত্র ও গল্প নিয়ে অনেক টেলিভিশন সিরিজ, সিনেমা এবং কমিক বই প্রকাশ হয়েছে। সিনেমা আকারে ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ১৯৮৭ সালে মুক্তি পায়। এতে হি-ম্যান চরিত্রে অভিনয় করেন ডল্ফ লুন্ডগ্রেন। যদিও সেটি বক্স অফিসে তেমন সফল হয়নি তবে হি-ম্যান ফ্র্যাঞ্চাইজির প্রতি অনেক ভক্তের মতে এটি একটি কাল্ট ক্লাসিক সিনেমা। আবারও এই গল্প নিয়ে হি-ম্যান ফিরে আসছেন সিনেমার পর্দায়। ম্যাটেল ফিল্মসের সঙ্গে মিলে লাইভ-অ্যাকশন ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ নামে এই সিনেমাটি তৈরি করছে আমাজন এমজিএম স্টুডিওস। এই সিনেমাতে চমক হিসেবে যোগ দিয়েছেন জ্যারেড লেটো। তিনি গল্পটির প্রধান ভিলেন আইকনিক স্টেলেটরের ভূমিকায় অভিনয় করবেন, তথ্যটি নিশ্চিত করেছে হলিউড রিপোর্টার। তারা আরও জানায়, ছবিতে যোগ দেবেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা। যার মধ্যে স্যাম সি. উইলসন ভিলেন ট্র্যাপ জওয়ের চরিত্রে অভিনয় করবেন। গেম অফ থ্রোনস সিরিজে দ্য মাউন্টেন চরিত্রে পরিচিত হাফথোর বিওর্নসন অভিনয় করবেন গোট ম্যান চরিত্রে। কোজো আত্তাহ ট্রাই-ক্লপ্স চরিত্রে দেখা দেবেন। অ্যালিসন ব্রি অভিনয় করবেন স্কেলেটরের সেকেন্ড ইন কমান্ড ইভিল-লিন চরিত্রে। এই সিনেমার প্রধান চরিত্র হি-ম্যান হয়ে পর্দায় আসবেন নিকোলাস গ্যালিটজাইন। ক্যামিলা মেনডেস টিলা এবং ইদ্রিস এলবা ডাঙ্কান/ম্যান-এট-আর্মস চরিত্রে অভিনয় করবেন। ট্রাভিস নাইট পরিচালিত ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ২০২৬ সালের ৫ জুন সারা বিশ্বে মুক্তি পাবে। এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস বাটলার। এটি যৌথ প্রযোজনা করবে এসকেপ আর্টিস্টস এবং ম্যাটেল ফিল্মস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য