ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ পোশাক রফতানিতে প্রবৃদ্ধির রেকর্ড

বিএনপির জন্য অবিশ্বাস্য এক বছর ২০২৪

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:২৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:৩২:০৭ অপরাহ্ন
বিএনপির জন্য অবিশ্বাস্য এক বছর ২০২৪
* দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া এবং তার আগে থেকে কারাগারে থাকা দলটির ১৫ নেতাকর্মী কারা হেফাজতেই মৃত্যুবরণ করেন।
* বিএনপির অভিযোগ, কারাগারে নির্যাতন করে তাদের হত্যা  করা হয়।

বিদায়ী বছর ২০২৪ এর শুরুতে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনদলীয় সরকারের অধীনে ৭ জানুয়ারির ওই নির্বাচনে অংশ নেয়নি বিএনপিএকই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তার আগের বছরের ২৮ অক্টোবর দলটির সমাবেশে সংঘর্ষ বাধিয়ে মহাসচিবসহ অধিকাংশ নেতাকে কারারুদ্ধ করে সরকারতালা ঝুলিয়ে দেয়া হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়েপ্রচণ্ড ধরপাকড়ের মধ্যে মাঠের আন্দোলন চালিয়ে যায় বিএনপিওই আন্দোলনকে ঘিরে ভয়াবহ হামলা-নির্যাতন নামে দলটির নেতাকর্মীদের ওপরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া এবং তার আগে থেকে কারাগারে থাকা দলটির ১৫ নেতাকর্মী কারা হেফাজতেই মৃত্যুবরণ করেনবিএনপির অভিযোগ, কারাগারে নির্যাতন করে তাদের হত্যা করা হয়
চলতি বছরের ৭ জানুয়ারির ডামি ভোটেরনির্বাচনে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেসাড়ে তিন মাস কারাগারে থাকার পর ফেব্রুয়ারিতে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীরাএর মধ্যে হামলা-মামলার ধকল সামলানোর পাশাপাশি ঘরোয়া সভা-সমাবেশে নতুন নির্বাচন ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি জানায় দলটি
অপরদিকে, জুন মাসে ভারত সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসেই সফরে ভারতকে রেল ট্রানজিট দেয়াসহ সাতটি সমঝোতা স্মারকে নতুন করে চুক্তি করে আসেন তিনিচুক্তিগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করে বিএনপিএকই সঙ্গে দেশবিরোধী এসব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং শরিক দলসহ নিজেদের বিভিন্ন সংগঠনের ব্যানারে ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেয় দলটির কিছু নেতা
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়লে পাল্টে যায় দৃশ্যপটনিজেদের দাবি-দাওয়া নিয়ে কর্মসূচিতে না গিয়ে বিএনপি কোটা আন্দোলনে সমর্থন দেয় এবং নেতাকর্মীদের আন্দোলনে সহযোগিতা করতে নির্দেশ দেয়যার পরিপ্রেক্ষিতে আবারও বিএনপির ডজনের বেশি কেন্দ্রীয় নেতা গ্রেফতার হনদেশব্যাপী গ্রেফতার করা হয় হাজার-হাজার নেতাকর্মীকেএকপর্যায়ের গ্রেফতার এড়াতে অনেক নেতা আত্মগোপনে চলে যানঅভিযান চালিয়ে আবারও তালাবদ্ধ করে দেয়া হয় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়
জুলাই মাসের শুরুতে মাঠের আন্দোলনে নামার প্রস্তুতি নিতে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপিসেখানে সিদ্ধান্ত হয়-আন্দোলনের দাবিনামা সংস্কার করে ডামি সরকারের পদত্যাগ, স্বল্পতম সময়ে জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার গঠন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি, ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক বাতিল এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির ইস্যুগুলো সামনে রেখে কর্মসূচি ঘোষণারকিন্তু জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়লে পাল্টে যায় দৃশ্যপটনিজেদের দাবি-দাওয়া নিয়ে কর্মসূচিতে না গিয়ে বিএনপি কোটা আন্দোলনে সমর্থন দেয় এবং নেতাকর্মীদের আন্দোলনে সহযোগিতা করতে নির্দেশ দেয়যার পরিপ্রেক্ষিতে আবারও বিএনপির ডজনের বেশি কেন্দ্রীয় নেতা গ্রেফতার হনদেশব্যাপী গ্রেফতার করা হয় হাজার-হাজার নেতাকর্মীকেএকপর্যায়ের গ্রেফতার এড়াতে অনেক নেতা আত্মগোপনে চলে যানঅভিযান চালিয়ে আবারও তালাবদ্ধ করে দেয়া হয় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যানরাতারাতি পাল্টে যায় বিএনপির ভাগ্য৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান দলীয়প্রধান খালেদা জিয়াএকই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মীবিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফিরতে থাকেনরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেন বিএনপির নেতারাপাশাপাশি দলটির পছন্দের লোকেরা দায়িত্ব পান রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেআগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়া সবচেয়ে সম্ভাবনাময় দলও এখন বিএনপিসবমিলিয়ে অবিশ্বাস্যএকটি বছর পার করছে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ বছর অবশ্যই একটি স্মরণীয় বছরজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পতন হয়েছেশেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেনএটা অত্যন্ত গুরুত্বপূর্ণসেই কারণে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে
বিএনপি জনগণের দলআমাদের দলীয় সন্তুষ্টি হচ্ছে, জনগণের ইস্যু নিয়ে গত ১৬ বছর আমরা আন্দোলন করেছিসেজন্য আমাদের নেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের এমন কেউ নেই যার নামে মামলা হয়নি, গ্রেফতার হয়ে কারাগারে যাননি এবং বিভিন্নভাবে নির্যাতিত হননিস্বাভাবিকভাবে এ পরিবর্তনের পর সব অন্যায়-অত্যাচার থেকে দেশ ও আমরা মুক্ত হতে পেরেছিসেই কারণে বিদায়ী বছরটি বিএনপির জন্য অত্যন্ত সুখকর
বিগত এক যুগের বেশি সময় ধরে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সরকারের দলদাস ও দালাল বলে সমালোচনা করে আসছিল বিএনপিযার কারণে ২০২২ সালে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিষয়ে মতামত দেয়নি বিএনপিবিগত বছরগুলোতে নির্বাচন কমিশনের কোনো সংলাপে অংশ নেয়নি দলটিতবে, গত ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেয়া এ এম এম নাসির উদ্দিনের নাম বিএনপির প্রস্তাবিত নামের তালিকায় ছিল বলে জানা গেছেএ ছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপির পছন্দের বিতর্কমুক্ত লোককে নিয়োগ দেয়া হয়েছে

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকেদুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার শর্ত-সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়তারপর বিভিন্ন সময় তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও শর্ত অনুযায়ী তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়াপ্রায় সাত বছর পর গত ৭ আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং বক্তব্য প্রচার করা হয়আর এক যুগ পর গত ২১ নভেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি

খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল সেটিও ৫ আগস্ট সরকার পতনের মাধ্যমে কেটে যায়কারণ, কারাবন্দি হিসেবে আইনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলে আওয়ামী লীগ সরকার তার বিদেশে যাওয়ার ওপর অলিখিত নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলকারামুক্তির পর খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে বিএনপিএখন যে কোনো সময় তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন
আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেটা এখনও অব্যাহত আছেএ লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রীকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়তাকে নির্যাতন করা হয়, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়া হয়নিআমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও অত্যাচার-নির্যাতন করা হয়এখন ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেনমানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে শুরু করেছেন
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেটা এখনও অব্যাহত আছেএ লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রীকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়তাকে নির্যাতন করা হয়, চিকিৎসা পর্যন্ত নিতে দেয়া হয়নিআমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও অত্যাচার-নির্যাতন করা হয়এখন ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেনমানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে শুরু করেছেন
বিগত এক যুগের বেশি সময় অর্থাৎ ৫ আগস্টের আগ পর্যন্ত যে কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেয়া বিএনপির জন্য বাধ্যতামূলক ছিলঅনেক সময় আবেদন করেও পাওয়া যেত না অনুমতিআবার দেওয়া হলেও সেটা কর্মসূচি শুরুর এক কিংবা দুই ঘণ্টা আগেপাশাপাশি পুলিশের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা, কর্মসূচির মাঝপথে হামলা হওয়ার ভয় ছিল নিত্যনৈমিত্তিক ঘটনাসেই হামলায় উল্টো আসামি করা হতো বিএনপির নেতাকর্মীদেরআওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সেই অবস্থা কেটে গেছেএখন সারাদেশে বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি
এ প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছিএখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশটাকে সবার জন্য সুন্দর করে গড়ে তোলাসেজন্য এখনও আমাদের সংগ্রাম করতে হচ্ছেআমরা বর্তমান সরকারকে (অন্তর্বর্তী সরকার) সহযোগিতা করে যাচ্ছিএ সরকার আমাদের আন্দোলনের ফসল
আগে কর্মসূচিতে হামলা-মামলা করা হতো, সভা করতে দেওয়া হতো না, শর্ত জুড়ে দেয়া হতোআবার অনেক সময় সভার এক ঘণ্টা আগে অনুমতি দেয়া হতো, কিংবা অনুমতি দিয়েও বাতিল করা হতোঅনুমতি দিলেও আকার ছোট করতে নির্দেশনা দেয়া হতোএগুলো ছিল ফ্যাসিবাদ সরকারের কর্মকাণ্ডএখনও আমরা কর্মসূচির বিষয়ে প্রশাসনকে জানাই, তারাও আমাদের সহযোগিতা করছেতাদের কোনো বক্তব্য থাকলে সেটা আমরা শুনছিশুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এখন ধর্মীয় ও সাংস্কৃতিকসহ সব ধরনের কর্মকাণ্ড মানুষ মুক্ত পরিবেশে করতে পারছে
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স
আমাদের দৃঢ় বিশ্বাস, সরকার তার দায়িত্ববোধ থেকে দেশটা যেন সুন্দরভাবে চলে সেই ব্যবস্থা করবেতাই আমাদের দাবি হচ্ছে, এ মুহূর্তে বাংলাদেশের মানুষের যে চাওয়া-পাওয়া, মানুষ এ বছরই চেয়েছিল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, যা এখন পর্যন্ত পূরণ হয়নিআমরা যেন সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করতে হবে সরকারকে
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এখন তো ফ্যাসিবাদ নেইযার ফলে দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে গণতান্ত্রিক রাজনীতির চর্চা হচ্ছে

তিনি আরও বলেন, ‘আগে কর্মসূচিতে হামলা-মামলা করা হতো, সভা করতে দেয়া হতো না, শর্ত জুড়ে দেয়া হতোআবার অনেক সময় সভার এক ঘণ্টা আগে অনুমতি দেয়া হতো, কিংবা অনুমতি দিয়েও বাতিল করা হতোঅনুমতি দিলেও আকার ছোট করতে নির্দেশনা দেয়া হতোএগুলো ছিল ফ্যাসিবাদ সরকারের কর্মকাণ্ডএখনও আমরা কর্মসূচির বিষয়ে প্রশাসনকে জানাই, তারাও আমাদের সহযোগিতা করছেতাদের কোনো বক্তব্য থাকলে সেটা আমরা শুনছিশুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এখন ধর্মীয় ও সাংস্কৃতিকসহ সব ধরনের কর্মকাণ্ড মানুষ মুক্ত পরিবেশে করতে পারছে
আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী একটি রিট দায়ের করেনপরের দিন হাইকোর্ট রুলসহ আদেশ দেনতারেক রহমানের সব ধরনের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়এটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়গত বছরের আগস্টে রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেনএর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেয়কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের কিছুক্ষণ পর গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করেফলে, প্রায় ১০ বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
৫ আগস্ট পটপরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেন হাইকোর্টরিট আবেদনকারী রিট আর চালাবেন না এমন আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত রুল খারিজ করে দেনফলে, তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি প্রচারে আর বাধা থাকল না
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান) তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সাল ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে রিট করেন আইনজীবী নাসরিন সিদ্দিকীযার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ আদেশ দেন তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ করা যাবে না
২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেন হাইকোর্টরিট আবেদনকারী রিট আর চালাবেন নাএমন আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত রুল খারিজ করে দেনফলে, তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি প্রচারে আর বাধা থাকল না
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেনকিন্তু সেটি অনেকেই মানছেন নাসারা দেশে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন কেন্দ্রীয় ও তৃণমূলের বহু নেতাকর্মী
দলটির দফতর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এক হাজারের বেশি নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হয়েছেএর মধ্যে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছেঅর্ধশতাধিক পদ স্থগিত করা হয়েছেযদিও সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পদ ফিরিয়ে দিয়েছে দলটি
দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য যার বিরুদ্ধে অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেকোথাও কোথাও মামলা পর্যন্ত করা হয়েছেআগামীতেও এটি অব্যাহত থাকবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স