ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফসলের উৎপাদন খরচ খুঁজতে ভ্রমণ ব্যয়ই ১০ কোটি টাকা বিভিন্ন ইস্যুতে সংঘটিত হচ্ছে লুটপাট-সহিংসতা প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ মাইনরিটি দলকে নিবন্ধন দিল ইসি রাজবাড়ীর চরে আগুনে ছাই ঘরবাড়িসহ ১২ গরু চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ১৩ ঘর হারাম টাকা দিয়ে ইবাদত হয় না-ধর্ম উপদেষ্টা ব্যবসায়ীকে কুপিয়ে জখম বাবা-মেয়ে কারাগারে চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু এস আলমের ৯০ বিঘা জমি জব্দ স্থবির এলজিইডি ঢাকা জেলা গাজার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার র‌্যালি করবে বিএনপি আমদানি বৃদ্ধিতে বেড়েছে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কাস্টমস্ কর্মকর্তার অঢেল সম্পদ! অর্থ পাচারকারীদের জীবন কঠিন হবে-গভর্নর পোশাকশ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষ, আহত ৫০ অপরাজেয় বায়ার্নকে রুখে দিলো ইন্টার মিলান

বাড়ি ছেড়েছেন চৌদ্দগ্রামে লাঞ্ছিত সেই বীর মুক্তিযোদ্ধা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:০৫:৫৯ অপরাহ্ন
বাড়ি ছেড়েছেন চৌদ্দগ্রামে লাঞ্ছিত সেই বীর মুক্তিযোদ্ধা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন বলে জানিয়েছেন। রোববার বিকেলে তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান।
এ বিষয়ে সোমবার দুপুরে মোবাইল ফোনে আব্দুল হাই বলেন, তিনি বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং মারধরের পর চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও জানান, যদি পুলিশ ও প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করে, তবে তিনি চৌদ্দগ্রামে ফিরে আসবেন।
ঘটনার বর্ণনায় আব্দুল হাই কানু জানান, রোববার দুপুরে তিনি ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে গিয়েছিলেন। সেখানে স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন তাকে ধরে জুতার মালা পরিয়ে দেয় এবং তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বলে। এই লাঞ্ছনার ঘটনা পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
আব্দুল হাইয়ের স্ত্রী রেহানা বেগম জানান, ওই ঘটনায় তার স্বামী আত্মসম্মানে আঘাত পেয়েছেন, ফলে তিনি এলাকা ছেড়ে ফেনী চলে গেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের বাড়িতে হামলা হয়েছিল এবং হামলাকারীরা তাদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিল। তাদের অভিযোগ, আওয়ামী লীগ করার কারণে তাদের বাড়িতে হামলা করা হয়েছিল।
এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। সকলকে আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
জানা গেছে, আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা এবং কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ছিলেন।
তার বিরুদ্ধে বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে এবং একাধিকবার তিনি কারাগারে গিয়েছেন নানা অভিযোগে। একসময় তিনি বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগে পরিচিত ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তারুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর তাদের তদন্ত শুরু হয়েছে এবং আব্দুল হাই কানুর বিরুদ্ধে দুইটি হত্যামামলার তথ্য পাওয়া গেছে। তবে তিনি নিজেই ৯টি মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। চৌদ্দগ্রাম থানার ওসি ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গ্রেফতারি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আব্দুল হাই কানুকে ধরে নিয়ে আসেন এবং তার গলায় জুতার মালা পরান। সেখানে উপস্থিত একজন ব্যক্তির কাছে কানু ক্ষমা চেয়ে তার অপরাধ মেনে নিয়ে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন। ভিডিওতে দেখা যায়, ঘটনা নেতৃত্ব দিচ্ছেন হাশেম মজুমদার, যিনি বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা এবং প্রবাসী। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে, কেউ কেউ দাবি করছেন যে, জামায়াতের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে।
যদিও জামায়াতে ইসলামী চৌদ্দগ্রামের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেছেন, জামায়াতের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নয়। তিনি দাবি করেছেন, এটি ব্যক্তিগত বিরোধের কারণে ঘটেছে এবং জামায়াত এর সাথে সম্পৃক্ত নয়।
ঘটনার পর, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজুর রহমানও সাংবাদিকদের কাছে একই বক্তব্য দেন, বলেন, ঘটনাস্থলে উপস্থিত আবুল হাসেম জামায়াতের সদস্য নয়, তবে তিনি জামায়াতের সমর্থক হতে পারেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য