বাজেট সহায়তায় ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবি
- আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৪:৫৮:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৪:৫৮:৫৪ অপরাহ্ন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারকে বাজেট সহায়তা হিসাবে বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মিলে ১১০ কোটি ডলার দিচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। চলতি ডিসেম্বরের মধ্যেই এ অর্থ পাওয়া যাবে বলে আশা করছে সরকার।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্র্বতী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বিশ্ব ব্যাংক ৫০ কোটি ডলার এবং এডিবি ৬০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করেছে। স্ট্রেনথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিতে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে এডিবি। আর বিশ্ব ব্যাংক গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করে। পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রম ‘সফলভাবে’ শেষ করায় ‘সেকেন্ড বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট’ এর আওতায় বিশ্ব ব্যাংক এ বাজেট সহায়তা দিচ্ছে। বাজেট সহায়তার পাশাপাশি বিশ্ব ব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭ কোটি ৯০ লাখ ডলার এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ডলারের প্রকল্প সহায়তা অনুমোদন করেছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ