ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:২১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:২১:৪৭ পূর্বাহ্ন
সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়
কলাপাড়া প্রতিনিধি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ‘চরবিজয়’ সম্ভাবনার নতুন আর এক দিগন্ত। এ চরটি দৃষ্টিনন্দন করতে ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চল করার উদ্যোগ নিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। ইতোমধ্যে ১০০টি কেওড়া, ৩০০টি ঝাউ ও ৪০০ টি গোল গাছের চারা রোপণ করা হয়েছে। ২০১৭ সালে এ চরটির সন্ধান মিলে। তখন ‘চরবিজয়’ নাম রাখা হলেও গভীর সমুদ্রে মাছ ধরারত জেলেদের কাছে ‘হাইরের চর’ নামে পরিচিত। প্রতিদিনই আগত পর্যটকরা ছুটে যাচ্ছে এক নজর দেখতে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এ চর ভ্রমণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তবে চরবিজয়ের নাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠা এ চরে লাল কাঁকড়ার অবাধ ছুটোছুটি আর অতিথি পাখির কলকাকলি। দিগন্ত জোড়া আকাশ, সমুদ্রের নীল জল রাশি, সাদা গাংচিলের দল এদিক-ওদিক উড়াওড়ি দেখে মুগ্ধ আগত পর্যটকরা। তবে এ চরটিতে নেই রাত্রিযাপনের ব্যবস্থাসহ পর্যটক ছাউনি, বিশুদ্ধ পানি, শৌচাগার। এদিকে চরবিজয় পর্যটকদের ভ্রমণে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো বিধি-নিষেধ না থাকায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। পর্যটকদের আনাগোনায় কমে যাচ্ছে অতিথি পাখি ও লাল কাঁকড়ার অবাধ বিচরণ। জীববৈচিত্র সুরক্ষায় সুনির্দিষ্ট বিধি-নিষেধের আওতায় এনে চরবিজয়কে পর্যটকদের কাছে নিরাপদ বিনোদন জোন হিসেবে গড়ে তোলার দাবি পরিবেশবাদীদের। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে প্রকৃতিপ্রেমী পর্যটকরা বেড়াতে আসেন। চরটির সৌন্দর্যবর্ধনে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ৮০০ ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। এছাড়া কুয়াকাটার মাস্টার প্লান অনুমোদন করা হয়েছে। অচিরেই কুয়াকাটা হয়ে উঠবে বিশ্বের নান্দনিক ও আকর্ষণীয় একটি পর্যটন স্পট।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ