ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন-রিজভী লালমনিরহাটে বিয়ে করে ফেরার পথে বরের মৃত্যু পুঁজি রক্ষার আন্দোলনে বিনিয়োগকারীরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমাতে, একীভূতকরণে নজর দেয়ার সুপারিশ বিদেশি বিনিয়োগ কমেছে আরও কমার আশঙ্কা বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক সহকারী নিহত জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে দুই উপদেষ্টা রমজান মাসে গ্যাস বিদ্যুতের বড় সংকটের শঙ্কা বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে-নাহিদ ইসলাম লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা-স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:২১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:২১:৪৭ পূর্বাহ্ন
সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়
কলাপাড়া প্রতিনিধি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ‘চরবিজয়’ সম্ভাবনার নতুন আর এক দিগন্ত। এ চরটি দৃষ্টিনন্দন করতে ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চল করার উদ্যোগ নিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। ইতোমধ্যে ১০০টি কেওড়া, ৩০০টি ঝাউ ও ৪০০ টি গোল গাছের চারা রোপণ করা হয়েছে। ২০১৭ সালে এ চরটির সন্ধান মিলে। তখন ‘চরবিজয়’ নাম রাখা হলেও গভীর সমুদ্রে মাছ ধরারত জেলেদের কাছে ‘হাইরের চর’ নামে পরিচিত। প্রতিদিনই আগত পর্যটকরা ছুটে যাচ্ছে এক নজর দেখতে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এ চর ভ্রমণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তবে চরবিজয়ের নাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠা এ চরে লাল কাঁকড়ার অবাধ ছুটোছুটি আর অতিথি পাখির কলকাকলি। দিগন্ত জোড়া আকাশ, সমুদ্রের নীল জল রাশি, সাদা গাংচিলের দল এদিক-ওদিক উড়াওড়ি দেখে মুগ্ধ আগত পর্যটকরা। তবে এ চরটিতে নেই রাত্রিযাপনের ব্যবস্থাসহ পর্যটক ছাউনি, বিশুদ্ধ পানি, শৌচাগার। এদিকে চরবিজয় পর্যটকদের ভ্রমণে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো বিধি-নিষেধ না থাকায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। পর্যটকদের আনাগোনায় কমে যাচ্ছে অতিথি পাখি ও লাল কাঁকড়ার অবাধ বিচরণ। জীববৈচিত্র সুরক্ষায় সুনির্দিষ্ট বিধি-নিষেধের আওতায় এনে চরবিজয়কে পর্যটকদের কাছে নিরাপদ বিনোদন জোন হিসেবে গড়ে তোলার দাবি পরিবেশবাদীদের। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে প্রকৃতিপ্রেমী পর্যটকরা বেড়াতে আসেন। চরটির সৌন্দর্যবর্ধনে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ৮০০ ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। এছাড়া কুয়াকাটার মাস্টার প্লান অনুমোদন করা হয়েছে। অচিরেই কুয়াকাটা হয়ে উঠবে বিশ্বের নান্দনিক ও আকর্ষণীয় একটি পর্যটন স্পট।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য