ঢাকা , বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কক্সবাজারে ২ শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন ত্রিভুজ প্রেমের বলি জবি ছাত্র জোবায়েদ : পুলিশ চট্টগ্রাম বন্দর অচল হওয়ার আশঙ্কা এনসিপির জন্য সব দলের নিবন্ধন আটকে রেখেছে ইসি বিমানবন্দরে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ-আমান শেখ হাসিনা আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়-আইনজীবী আগ্রাসী রূপে ডেঙ্গু চালু হচ্ছে না শাহজালালের নতুন কার্গো ভিলেজ অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান বিএনপির বিজয় নিয়ে ক্লাসে ফিরছেন শিক্ষকরা নতুন বছরে মাধ্যমিকের বই পাওয়া নিয়ে শঙ্কা আ’লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ক্রমেই বাড়ছে বিদেশি ঋণের বোঝা মিথ্যা তথ্যের দ্রুত মোকাবিলা করতে ২৪ ঘণ্টা কাজ করতে হবে: সিইসি আতঙ্ক অস্থিরতায় ব্যবসায়ীরা বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক মা মাছ ধরা বন্ধ করতে হবেÑপ্রাণিসম্পদ উপদেষ্টা পাঠাও চালককে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবন নির্মাণ

সাভার-আশুলিয়ায় এক রাতে তিন সড়কে ডাকাতি

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০১:০১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০১:০১:৫১ অপরাহ্ন
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন সড়কে ডাকাতি
সাভারে একরাতেই চলন্ত বাস, বিয়ের গাড়ি ও একটি প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন। গত শুক্রবার রাতের বিভিন্ন সময় এসব ডাকাতির ঘটনা ঘটে। এরমধ্যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে চলন্ত বাসে, আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে বিয়ের গাড়ি ও কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হন শামীম হোসেন নামে এক ব্যক্তি। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি। বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, আমি উলাইল থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। বাসটিতে নারীদের আসনে আগে থেকেই তিন পুরুষ যাত্রী বসে ছিলেন। এসময় তাদের কথা মতো জানালার পাশের সিটে বসি। এর প্রায় ৫ মিনিট পর হঠাৎ তারা দেশীয় অস্ত্র হাতে দাঁড়িয়ে যায়। ডাকাতরা আমাকেস* বাসের সব যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমার মানিব্যাগস* পকেটে যা ছিল সব বের করে নেয়। এসময় তারা আমার সামনের যাত্রীস* চারজনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। পরে যাত্রীরা আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দিলে তারা সিঅ্যান্ডবি এলাকায় নেমে চলে যায়। অপরদিকে গত শুক্রবার রাতেই আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে গাছ ফেলে একটি বিয়ের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যাওয়ার অভিযোগ করলেও পুলিশের দাবি, ডাকাতরা তেমন কিছুই নিতে পারেনি। বিয়ের বাসটিতে থাকা যাত্রীরা জানান, ময়মনসিং* থেকে রাত ২টার দিকে একটি মিনি বাসে তারা আশুলিয়ার সদরপুর আসছিলেন। বাসটি আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে একদল অস্ত্রধারী বাসটির গতিরোধ করে। পরে বাসে থাকা সবাইকে মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটপাট করে পালিয়ে যায়। এছাড়া একইদিন রাত ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর এক স্বজন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। ডাকাতির শিকার রেজাউল করিম আশুলিয়া দক্ষিণ গাজীরচট এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক। লিখিত অভিযোগে বলা হয়, গত শুক্রবার নিজস্ব প্রাইভেটকারে রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হন। রাত ১০টার দিকে প্রাইভেটকারটি আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন সড়কে পৌঁছালে ৩-৪ ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করে। পরে তারা গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় রেজাউল করিমের সঙ্গে থাকা ১ লাখ ১৩ হাজার টাকা, একটি আইফোন ও একটি রিয়েলমি ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। এদিকে ঘনঘন ছিনতাই ও ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক নিয়ে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন ব্যস্ততম এই শিল্পাঞ্চলের বাসিন্দারা। ডাকাতির বিষয়টি স্বীকার করে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গত শুক্রবার রাতে একটি বিয়ের গাড়িতে ডাকাতির খবর পেয়েছি। তবে ডাকাতরা তেমন কিছুই নিতে পারেনি। এছাড়া অপর ঘটনায় একটি প্রাইভেটকার আটকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেটা ডাকাতি না। সবগুলো বিষয় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাতদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য