নোয়াখালী থেকে প্রদীপ কুমার সেন
বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জে শিশু মাদ্রাসা ছাত্রী (৮) এর ধর্ষক আলী মিয়ার (৬০) ফাঁসির দাবিতে ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। গত বৃহস্পতিবার চন্দ্রগঞ্জ পূব বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. শাহজাহান সাজু, ডা. আকমল হোসাইন, মো. শাকিল।
এ সময় মানববন্ধনে শিশুর পিতাসহ গ্রামবাসী ও চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিশু ছাত্রীর ধর্ষক আলী মিয়া বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের গাইনের বাড়ির মৃত আব্দুস সমদের পুত্র। গত শুক্রবার আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মাদ্রাসার ছাত্রী (৮) কে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ ধর্ষক আলী মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
এদিকে মামলা তুলে নেয়ার জন্য আলী মিয়ার পুত্রসহ একটি প্রভাবশালী মহল শিশুর পরিবারকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
