ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয় নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করেছে ইশরাক সমর্থকরা আদালতে কাঁদলেন নুসরাত ফারিয়া কারাগারে প্রেরণ জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে-তারেক রহমান ভারতের বাজার হারানোর শঙ্কায় রফতানিকারকরা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সবকিছুই করা হবে-খাদ্য উপদেষ্টা এনবিআরকে দুইভাগ করা প্রক্রিয়ায় ঠিক হয়নি, ঠিক করা গুরুত্বপূর্ণড. দেবপ্রিয় ভট্টাচার্য স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ’লীগ নির্বাচন করতে পারবে না : ইসি লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে-প্রেস সচিব জব্দ করা অর্থ-সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শুরু ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শোলাকিয়া ঈদগাহে ঈদুল আযহার ১৯৮তম জামাত সকাল ৯টায় দেশে অনিবন্ধিত কারখানা প্রতিষ্ঠান প্রায় দেড় লাখ ডিআরইউতে জনশক্তি রফতানিকারকদের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে রাজস্ব বোর্ড বিলুপ্তির কারণে অচলাবস্থা নিরসনের দাবি সিএন্ডএফ এসোসিয়েশনের

দেশের জাহাজ ভাঙ্গা শিল্পের দুরবস্থা

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১০:০৬:৪৬ পূর্বাহ্ন
দেশের জাহাজ ভাঙ্গা শিল্পের দুরবস্থা
* স্ক্র্যাপ জাহাজ আমদানি কমে যাওয়া একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ব্রেকিং ইয়ার্ড। * গত চার বছরে প্রায় অর্ধশত ব্রেকিং ইয়ার্ড বন্ধ হয়ে গেছে। * জাহাজভাঙা শিল্প দেশের অপার সম্ভাবনাময় হলেও কোনোভাবেই সংকট কাটছে না। দেশের জাহাজ ভাঙ্গা শিল্পে ত্রাহি অবস্থা বিরাজ করছে। স্ক্র্যাপ জাহাজ আমদানি কমে যাওয়া একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ব্রেকিং ইয়ার্ড। গত চার বছরে প্রায় অর্ধশত ব্রেকিং ইয়ার্ড বন্ধ হয়ে গেছে। যদিও জাহাজভাঙা শিল্প দেশের অপার সম্ভাবনাময় হলেও কোনোভাবেই সংকট কাটছে না। কভিড মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এলসি-ডলার সংকট ও সরকারের কড়াকড়ির কারণে আরো গভীর হচ্ছে ওই শিল্পের সংকট। দেশে ইতিমধ্যে কমে গেছে স্ক্র্যাপ (পুরনো) জাহাজ আমদানির পরিমাণ। আবার যেসব জাহাজ আমদানি করা হচ্ছে, সেগুলো কাটতে অনুমোদন নিতে বাড়তি সময় লাগছে। ফলে লোকসানের মুখে পড়ছে ইয়ার্ড মালিকরা। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের ব্যবসায়ীরা ২০২১ সালে ২৭ লাখ টনের বেশি স্ক্র্যাপ জাহাজ আমদানি করে। কিন্তু এরপর থেকে জাহাজ আমদানির পরিমাণ অর্ধেকের নিচে নেমে আসে। ২০২২ সালে আমদানি হয় ১১ লাখ ৪৫ হাজার ৩২৪ টন। ২০২৩ সালে আরো কমে ১০ লাখ ২২ হাজার ১১০ টন জাহাজ আমদানি করা হয়। আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৩০টি জাহাজ আমদানি হয়েছে, যার ওজন ৮ লাখ টনের মতো। বাকি দুই মাসের আমদানি মিলিয়ে ১০ লাখ টনে পৌঁছার সম্ভাবনাও কম। মূঔু এলসি ও ডলার সংকটের কারণে বাংলাদেশের আমদানিকারকরা আন্তর্জাতিক নিলামে বড় জাহাজ কিনতে পারছে না। আর ছোট এলসি দিয়ে ছোট আকারের জাহাজ কিনতে হচ্ছে। সেগুলো ওজনে কম, ৭ হাজার টনের বেশি না। যে কারণে আমদানির পরিমাণ কমে যাচ্ছে। এভাবে চলতে থাকতে আগামীতে আমদানির পরিমাণ আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ শিল্প টিকিয়ে রাখতে সরকারকে উদ্যোগী হতে হবে। সূত্র জানায়, বর্তমানে দেশে ১১৬টি শিপ ব্রেকিং ইয়ার্ড কোনো না কোনোভাবে সক্রিয় রয়েছে। এর মধ্যে গত চার বছরে অর্ধশতাধিক শিপইয়ার্ড নানা সংকট মোকাবিলা করে এক প্রকার বন্ধ রয়েছে। বর্তমানে পাঁচটি গ্রিন শিপইয়ার্ডস* জাহাজ আমদানিতে সক্রিয় ৩৫টি শিপইয়ার্ড। আর কিছু ইয়ার্ড জাহাজভাঙা শিল্পের সঙ্গে কোনো না কোনোভাবে সক্রিয় থেকে টিকে থাকার চেষ্টা করছে। এ শিল্পের সবচেয়ে বড় সংকট হচ্ছে পর্যাপ্ত ডলার ও এলসির সরবরা* না থাকা। অতীতে যখন এলসি সংকট ছিল না তখন আমদানিকারকরা বড় জাহাজের নিলামে অংশ নিতে পারতেন। বড় আকৃতির জাহাজ আমদানির পরে সামষ্টিক আমদানির পরিমাণ বেশি হতো। ফলে ওসব জাহাজ কাটতে বাড়তি কর্মযজ্ঞ ছিল, প্রচুর শ্রমিক কাজ পেত। বাজারে কম দামে স্ক্র্যাপের সরবরা* ছিল। কিন্তু এখন আমদানি কমে যাওয়ায় সব পক্ষ সংকটে পড়ছে। এর সঙ্গে জাহাজ আমদানির পর অনুমতি নিতে গিয়ে ইয়ার্ড মালিকরা নানান ঝামেলা পোহাচ্ছে। এদিকে এ বিষয়ে বিএসবিআরএর সহকারী সচিব মো. নাজমুল ইসলাম জানান, জাহাজভাঙা শিল্প এখন কমলা থেকে লাল শ্রেণিতে নেয়া হয়েছে। জাহাজ আমদানির পর ইয়ার্ডে আনা হলেও সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমতির জন্য বাড়তি সময় ব্যয় হচ্ছে। এতে স্ক্র্যাপের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বাজারে বিক্রি করে ইয়ার্ড মালিকরা লাভ পাচ্ছে না। এসব কারণে আরও বড় হচ্ছে সংকট।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’

‘আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’