ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে চুক্তি

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০১:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০১:০০:১২ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে চুক্তি
মালয়েশিয়ায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটি ২৫১ জন বাংলাদেশি কর্মীর প্রায় ৩০ লাখ রিঙ্গিত পরিশোধ করবে। কয়েক মাস ধরে চলা আলোচনার পর ১৮ ডিসেম্বর মজুরি পরিশোধে এ চুক্তি চূড়ান্ত হয়। মালয়েশিয়ার শ্রম অধিদফতরের (জেটিকেএসএম) একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। মধ্যস্থতায় মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (এমটিইউসি) প্রতিনিধি মি. এথায়াকুমার শ্রমিকদের পক্ষে এবং কাওয়াগুচির প্রশাসনিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করেন। আলোচনার ফলস্বরূপ উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। কাওয়াগুচির বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দেওয়া এবং পাসপোর্ট আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়। গত সেপ্টেম্বর পোর্ট ক্লাং শ্রম দপ্তরের একটি অভিযান চলাকালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কয়েকটি কোম্পানি এই কর্মীদের নিয়োগে আগ্রহ দেখিয়েছে। অধিকারকর্মী অ্যান্ডি হল কাওগুচির চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এটিকে অপর্যাপ্ত এবং প্রতীকী সমাধান হিসেবে আখ্যা দেন এবং দ্রুত ও সম্পূর্ণ অর্থ প্রদানের নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন। উল্লেখ্য এই চুক্তির অধীনে কর্মীদের প্রথম অর্থ প্রদান ২০২৫ সালের ১৫ জানুয়ারি শুরু হবে এবং সম্পূর্ণ অর্থ ১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকদের পুনর্বাসন এবং বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে পোর্ট ক্লাং শ্রম দপ্তর এবং সেলাঙ্গর রাজ্য শ্রম দপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স