ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

গাংনীর পল্লীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ১২:৫৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ১২:৫৭:০৬ পূর্বাহ্ন
গাংনীর পল্লীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর
মেহেরপুর জেলা প্রতিনিধি
গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এরই জের ধরে হালসানা গ্রুপের লোকজন  সংঘবদ্ধ আমন্ত্রণ চালিয়ে শাহ গ্রুপের লোকজনের বাড়িঘর ভাঙচুর করেছে বলে জানা গেছে।  ঘটনার বিবরণে জানা গেছে, গত কয়েকদিন আগে হারান শাহ এর ছেলে বাবুর নামে মিথ্যা দোষারোপ করলে কথা কাটাকাটির একপর্যায়ে হালসানা  গ্রুপের লোকজন হাবিল শাহ এর  বৃদ্ধ  ছেলে হারান শাহকে মারপিট করে।   এরই জের  ধরে আজ শুক্রবার  দুপুরে  ক্ষিপ্ত হয়ে হারান শাহের ছেলে বাবু ও নাতি ছেলে ইকবাল হোসেন প্রতিপক্ষ কাদের হালসানার ছেলে জামিরুল ইসলাম (৩৮ কে দেশীয় অস্ত্র লাঠি ও দা দিয়ে কুপিয়ে জখম করে। জামিরুল বর্তমানে  গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে মিল্টন গ্রুপের  গ্রাম্য লিডার  টকির নেতৃত্বে  একদল  সমর্থক লাঠি সোটা নিয়ে  বাবলু গ্রুপের সমর্থক প্রতিপক্ষ শাহ গোষ্ঠীর একাধিক বাড়ি ঘরে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।  গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হালসানা গোষ্ঠীর  লিটন, আকসেদ, রুবেল , ছোটন , তুহিনের নেতৃত্বে নারী পুরুষ মিলে প্রায়  ৪০/৫০ জন প্রতিপক্ষ  হারান শাহ. ইমারুল শাহ, হ্যাবল শাহ , মনি শাহসহ প্রায় সব কয়টি বাড়িঘরে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে।  আরও জানা গেছে,  ঘটনার সাথে জড়িত না থাকলেও অসহায় গরিব মাছ ব্যবসায়ী হ্যাবলকে বেধড়ক মারপিট করে এবং মাছ বিক্রিত টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় গ্রামে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। যে কোন মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। 
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, বেতবাড়ীয় গ্রামে বিএনপির দুটি বিবদমান  গ্রুপে  আধিপত্য বিস্তারের লড়াইয়ের সংবাদ পেয়েছি। স্থানীয় পুলিশ ক্যাম্প ভবানীপুর ক্যাম্পে বিষয়টি জানান হয়েছে।  পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য