ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিছিয়ে পড়েও জয়ের দেখা পেলো মিয়ামি প্রথম লেগে ডর্টমুন্ডের সাথে জয় পেলো বার্সা হামজার হোম অভিষেকের জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকা স্টেডিয়াম অবশেষে সেঞ্চুরির আক্ষেপ ঘুচলো জ্যোতির আজ মাঠে গড়াচ্ছে পিএসএল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইনজুরির ধাক্কা প্রোটিয়া শিবিরে অবশেষে অলিম্পিকে ফিরছে ক্রিকেট ফিক্সিং অভিযোগে তদন্ত শুরু করলো বিসিবি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত বৈশাখের আয়োজন থেকে ‘মঙ্গল’ শব্দ বাদ দিতে হবে-ইসলামী আন্দোলন আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐকমত্য হেফাজত-এনসিপি পদত্যাগ করে দলের দায়িত্ব নিন-প্রধান উপদেষ্টাকে দুদু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের প্রবৃদ্ধিতেও প্রভাব দেখছে এডিবি মুজিববর্ষ-ম্যুরাল নির্মাণ : হাসিনা-রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের ভারতের ভেতর দিয়ে নেপাল-ভুটানে রফতানি করতে পারবে বাংলাদেশ-রণধীর জয়সওয়াল বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে -মনোজ কুমার ফসলের উৎপাদন খরচ খুঁজতে ভ্রমণ ব্যয়ই ১০ কোটি টাকা বিভিন্ন ইস্যুতে সংঘটিত হচ্ছে লুটপাট-সহিংসতা প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম

স্মার্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি-ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেই : আইইবি

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:২১:০১ অপরাহ্ন
স্মার্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি-ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেই : আইইবি আইইবি
দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ স্মার্ট-বাংলাদেশবিনির্মাণের পথে হাঁটছেবিশ্বায়নের এ যুগে প্রযুক্তি ও প্রকৌশল জ্ঞান ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব২০৪১ সালের মধ্যে উন্নত ও আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে স্মার্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি ও স্মার্ট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেইগতকাল শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬১তম কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান আইইবির মুখপাত্র ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জুতারা বলেন, দেশপ্রেমের অনির্বাণ চেতনাকে বুকে ধারণ করে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট ইকোনমির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইইবির নিরন্তর প্রয়াস অব্যাহত থাকবেএ সকল বিষয়কে বিবেচনা করে এবারের ৬১তম কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ঊহমরহববৎরহম ধহফ ঞবপযহড়ষড়মু ভড়ৎ ঝসধৎঃ ইধহমষধফবংযকনভেনশনের মূল আকর্ষণ জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ঞযব ঊহমরহববৎং ভড়ৎ ঞৎধহংভড়ৎসরহম ঞবপযহড়ষড়মু উৎরাবহ ঝসধৎঃ ইধহমষধফবংযসংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপিআরও উপস্থিত ছিলেন, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী এবং ইঞ্জিনিয়ার রনক আহসান, ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র এবং উপকেন্দ্রের নেতারাসভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিভিন্ন বড় বড় প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর প্রকল্পে কারিগরি জ্ঞানহীন একটি বিশেষ ক্যাডারের চাকরিরত বা অবসরপ্রাপ্ত সদস্যদের পিডি হিসেবে নিয়োগ করা হচ্ছেকারিগরি বৃহৎ উন্নয়ন প্রকল্পে কারিগরি শিক্ষা ও জ্ঞানহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগের কারণে প্রকল্পের গতি ব্যাহত হবেকারিগরি জ্ঞানহীন বা প্রকৌশল কাজে চর্চাবিহীন বক্তিদের পিডি হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করা দরকারকারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ করা জাতীয় স্বার্থে অপরিহার্যতিনি বলেন, জনগণ স্বপ্ন দেখে, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেনদেশের প্রকৌশলীরা প্রধানমন্ত্রীর পাশে থেকে সেই স্বপ্নগুলোর বাস্তব রূপ দেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের রূপকার এবং প্রকৌশলীরা স্বপ্নের কারিগরদেশের প্রকৌশল পেশার মানোন্নয়নে আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু সাংবাদিকদের সামনে কয়েকটি দাবি তুলে ধরেনতিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠানআইইবি মনে করে, জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য নিম্নলিখিত বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন১. প্রকৌশল সংস্থাসমূহে শীর্ষ পদগুলোতে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন করা২. প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি করা৩. ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা৪. কারিগরি জ্ঞানহীন বা প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ না দিয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিবর্গকে পিডি হিসেবে নিয়োগ করা৫. এলজিইডি’, ‘টেক্সটাইল’ ‘কৃষি কৌশলএবং আইসিটিক্যাডার বাস্তবায়ন করা জরুরি এবং ২০০৬ সাল থেকে বিসিএস টেলিকম ক্যাডারের বন্ধকৃত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা৬. বাংলাদেশ সিভিল সার্ভিসের সিনিয়র সার্ভিস পুলঅর্থাৎ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বিভিন্ন ক্যাডারের মধ্যে থেকে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া৭. পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামো পরিবর্তন করা৮. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নিয়ন্ত্রণাধীন সকল বিদ্যুৎ সেক্টরকে একই আমব্রেলাভুক্ত করা৯. সাম্প্রতিক সময়ে প্রতিটি জেলার ডিসি কার্যালয়ে একজন উপ-সহকারী প্রকৌশলী এবং প্রতিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একজন সহকারী প্রকৌশলী ও একজন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছেঅনেক সিনিয়র প্রকৌশলী প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেনজুনিয়র কর্মকর্তাদের দিয়ে তাদের কাজ পরিদর্শন করা সিনিয়র প্রকৌশলীদের জন্য অবমাননাকরসুতরাং উক্ত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স