ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

ফিটনেসবিহীন গাড়ি সরাতে বিআরটিএ সময় পাচ্ছে এক মাস-সড়ক উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৭:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৭:০০:১১ অপরাহ্ন
ফিটনেসবিহীন গাড়ি সরাতে বিআরটিএ সময় পাচ্ছে এক মাস-সড়ক উপদেষ্টা
বিআরটিএ-এর চেয়ারম্যান যদি কিছু না করতে পারে তাহলে বলবে, কেন পারলেন না বা কী করতে হবে। না হলে কিন্তু ওখানে ব্যাপক পরিবর্তন দেখবেন


আগামী এক মাসের মধ্যে রাজধানীতে চলাচলকারী সব ধরনের যানবাহনের ফিটনেস নিশ্চিত করা না হলে, বিআরটিএ’র বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।
রাজধানীর বিদ্যুৎ ভবনে গতকাল বৃহস্পতিবার যানজট নিরসন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, সড়ক পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা নিয়ে এক সভায় কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, বিআরটিএকে এক মাসের সময় দেওয়া হয়েছে। বিআরটিএ যদি তাদের অবস্থা উন্নতি করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিকে পরামর্শ দেওয়া হয়েছে তাদের যে ফিটনেস চেক এবং ড্রাইভিংয়ের কাজ করার জন্য তাদের যে ব্যবস্থা সেটা অপর্যাপ্ত, সেটা নিয়ে ড্রাইভিং স্কুল বা পুলিশের সহায়তা নিয়ে এটা আরও দ্রুত করতে হবে।
কী ধরনের ব্যবস্থার কথা ভাবা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, উন্নতি বলতে তাদের যে কাজটা সেটা ইফেক্টিভ হতে হবে। ফিটনেসবিহীন কালো ধোঁয়া নিয়ে গাড়িগুলো বের হয় কিভাবে? আমরা নির্দেশ দিব উন্নত যে গ্যারেজ আছে, যাদের এসব যন্ত্রপাতি আছে তাদের দিয়ে করতে বলব।
তাহলে কি বিআরটিএকে আউট সোর্সিংয়ের দিকে যেতে বলা হচ্ছে কী না প্রশ্নের জবাবে ফাওজুল করিম খান বলেন, পরিবহন সেক্টর তো আর বিআরটিএ এর না, এটা তো সবার। আর বিআরটিএ তো এখন করতে পারছে না। সেখানে দুর্নীতি হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের তো এটার জন্য যা কিছু করতে হবে।
প্রথম কথা হল বিআরটিএ এর চেয়ারম্যান যদি কিছু না করতে পারে তাহলে বলবে, কেন পারলেন না না বা কী করতে হবে। না হলে কিন্তু ওখানে ব্যাপক পরিবর্তন দেখবেন। মানুষকে একটা সরকারি প্রতিষ্ঠান জিম্মি করে রাখবে, এটা তো হতে দিতে পারি না।
যানজট নিরসনে সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে উপদেষ্টা বলেছেন, যানজটপ্রবণ স্থানগুলো ট্রাফিক পুলিশকে চিহ্নিত করতে হবে।ফ্লাইওভার থেকে উঠানামা ছাড়া রেলক্রসিংগুলোকেও শনাক্ত করতে হবে।
ছুটির দুই দিন প্রস্তুতি নিয়ে আগামী সপ্তাহেই নামতে হবে। যানজটের যে যায়গাগুলো আছে, সেগুলোতে যদি কেউ পার্কিং করে তাহলে সেই গাড়িগুলোকে জব্দ করে নিয়ে যাওয়া হবে। তারপর গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখতে চাই যানজটের কারণে যে সমস্ত জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে সে সব জায়গায় গাড়ি চলাচল করতে শুরু করেছে।
এছাড়া স্কুলগুলোকে স্কুল বাসের ব্যবস্থা করারও কথাও বলা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুলগুলোকে চিঠি দেওয়ার ব্যবস্থা করব।
গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে
আগামী বছরের ফ্রেবুয়ারির ২৫ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ঢাকার ৯টি সড়কে গ্রিন ক্লাস্টার বা সবুজ গুচ্ছের আওতায় একক কোম্পানির মাধ্যমে বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, আমাদের এখন পরিবহন সেক্টরে যে পদ্ধতি সেটা হল ট্রিপ বেইজড, সেই ট্রিপ বেইজডে হওয়ার কারণে তারা রাস্তা আগলে রাখে। যেখান সেখান থেকে যাত্রী উঠায়। সেখানে বাস মালিকরা বলেছে বিকল্প ব্যবস্থা করা।
যেমন আমাদের সামনে একটা বিকল্প ব্যবস্থা এসেছে, সেটা হল গুলশানের ঢাকার চাকার মত তারা ড্রাইভার এবং অন্যদের বেতন দেয় এবং একটা নির্দিষ্ট জায়গায় টিকেট বিক্রি করে সেখান থেকে বাসে উঠে এবং নামে, এটা দরকার।
ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে গ্রিন ক্লাস্টার চালু করা হবে, পরীক্ষামূলকভাবে। গ্রিন ক্লাস্টার মানে হচ্ছে এখানে আর ব্যক্তিগত গাড়ি এককভাবে চলবে না। এগুলো কোম্পানি হিসেবে চলবে, যেন তাদের মধ্যে অশুভ প্রতিযোগিতা না হয়।
নগর পরিবহন সার্ভিস থেকে সরে আসা হচ্ছে কী না সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক বলেন, আগে অপরিকল্পিতভাবে ২৫৬টি রুট ছিল, এখন সেটাকে ৪২টি রুটে নিয়ে আসব। এর মধ্যে ২৫ ফেব্রুয়ারিতে আমরা ৯টা রুট চালু করব।
সচিব এহছানুল হক বলেছেন, পরীক্ষামূলকভাবে চালু করা হলেও আগামীতে রাজধানীর অন্য সড়কে সবুজ গুচ্ছের আওতায় বাস নামানো হবে।
নির্দিষ্ট কোম্পানির বাইরে অন্য গাড়ি চলবে কী না প্রশ্নে সচিব বলেন, আমরা পাইলটিং করে দেখব। এখন কিছু বলা যাবে না। ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন।
গত ২০ বছরের পুরনো যান রাস্তা থেকে তুলে নেওয়ার আদেশ কার্যকর করতে অন্তর্বর্তী সরকার আগামী বছরের মে মাস পর্যন্ত সময় নিচ্ছে বলেও সভায় জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির।
তিনি বলেন, এই ব্যপারে যারা আর্থিকভাবে সহায়তা চান, নতুন গাড়ি কেনার জন্য আমরা ব্যাংকের সাথে কথা বলে সেটা দেখবো, সহায়তা করবো।
এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত এবং পায়েচালিত দুই রিকশাই নিয়ন্ত্রণের আইন চুড়ান্ত করা হবে বলে আশা করছেন সভায় উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, এই দুই রিকশা প্রথমে নিবন্ধনের মাধ্যমে আনবো, এর পরে নিয়ন্ত্রণ।
ফুটপাত দখল মুক্ত নিয়ে কাজ চলছে জানিয়ে আদিলুর রহমান খান বলেন, এটা এখন বলতে পারছি না এটা একটা প্রজেক্টের মধ্যে আছে। আশা করি সেখানে একটা ইতিবাচক কিছু দেখতে পাবেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি, ফলাফলটা আপনারা দেখতে পাবেন। কিছু একটা হবে।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পুলিশের আইজিপি বাহারুল আলমসহ পরিবহন মালিক শ্রমিক নেতারা ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স