ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতাকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১০:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১০:২৬:২০ অপরাহ্ন
কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতাকে পিটিয়ে হত্যা
পুলিশ বলছে, পুরনো বিরোধের জেরে বুধবার রাতে পুরনো সহকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ‘অসুস্থ হয়ে’ মারা যান আব্দুল হালিম নামের ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি
ঢাকা মেডিকেল প্রতিনিধি
রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক এক সিবিএ নেতাকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে সাবেক সহকর্মীদের বিরুদ্ধে।
পুলিশ বলছে, পুরনো বিরোধের জেরে বুধবার রাতে পুরনো সহকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ‘অসুস্থ হয়ে’ মারা যান আব্দুল হালিম নামের ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি।
কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত পিয়ন আব্দুল হালিম কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। সেখানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলেও পরিবারের ভাষ্য।
বুধবার রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে হালিমের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার সিং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ওই প্রতিবেদনে তিনি লিখেছেন, বুধবার রাতে পুরনো কলিগদের সাথে পূর্বের বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে রাত ১ টা ৪০ মিনিটের মৃত ঘোষণা করেন।
হালিমের ছেলে ফয়সাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের মর্গে সাংবাদিকদের বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন। তার সঙ্গে সম্পাদক হন নাসিম আহামেদ।
এছাড়া আব্দুল হালিম বোয়ালখালি উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ছিলেন বলেও তার ছেলের ভাষ্য।
ফয়সাল বলছেন, কর্মচারী ইউনিয়নের পদসহ নানা বিষয় নিয়ে ইউনিয়নের কয়েকজন সদস্যের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত অক্টোবর মাসে থানায় একটি জিডিও করেছিলেন তার বাবা।
গত মঙ্গলবার রাতে বাবা ঢাকায় যান, বুধবার সকালে সেখানে একটি হোটেলে ওঠেন। পরে সংবাদ পাই আমার বাবাকে তার অফিস কলিগরা মারধর করে হত্যা করেছে।
কৃষি ব্যাংক সিবিএর সেক্রেটারি নাসিম আহামেদ বলেন, ২০১৪ সালে সভাপতি নির্বাচিত হয় হালিম ভাই, আমি সাধারণ সম্পাদক। এরপর আর কোনো নির্বাচন হয়নি।
গত ৫ অগাস্টের পর হঠাৎ করে বিনা নিবার্চনে মনগড়া একটা কমিটি বানিয়ে আমাদের ইউনিয়ন অফিস দখল করে। আমরা বিষয়টি নিয়ে মামলা করেছি। আদালত তাদের নোটিস দিয়ে কৈফিয়ত চেয়েছে। এসব নিয়ে বিরোধ চলছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য