ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

সংকটে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:১৮:১২ অপরাহ্ন
সংকটে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংকটে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল
প্রয়োজনীয় চিকিৎসক না থাকা ও লোকবল সংকটের কারণে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছেএই অঞ্চলে সাতটি উপজেলার প্রায় তিন লাখ রোগী হাসপাতালটির ওপর নির্ভরশীলজেলা পর্যায়ের হাসপাতালটি জেলা কোড হঠাৎ পরিবর্তিত হওয়ায় হাসপাতালটির মর্যাদা বর্তমানে জেলা না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তা নিয়ে দেখা দিয়েছে সংশয়ফলে স্বাস্থ্য বিভাগ থেকে বরাদ্দ পেতেও সমস্যা দেখা দিচ্ছেহাসপাতাল সূত্র জানায়, ১৯৬২ সালে গুরুত্বপূর্ণ শহর সৈয়দপুরে জেলা মর্যাদার ৫০ শয্যা এ হাসপাতালটি গড়ে উঠেওই সময় মহকুমা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা ছিলো মাত্র ১৭টিবিগত এরশাদ সরকারের আমলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় মহকুমাগুলো জেলায় উন্নীত হয়ওই সময় ১৭ শয্যার হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নীত করা হয়পরে আওয়ামী সরকার ক্ষমতায় এলে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যার সুবিধা প্রদান করা হয়সে অনুযায়ী জনবল কাঠামো ও অবকাঠামো উন্নয়ন করা হয়এরপর জেলা পর্যায়ের অনেক হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছেঅথচ উত্তরের গুরুত্বপূর্ণ জনপদ হলেও ৫০ শয্যার জনবল কাঠামো দিয়ে চলছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালটিএকটি সূত্র জানায়, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) প্রতিদিন দেড় হাজারের বেশি রোগী সেবা নিতে আসেনএছাড়াও হাসপাতালে ১০০ শয্যা থাকলেও ২ শতাধিক রোগীকে ভর্তি নিতে বাধ্য হন হাসপাতাল কর্তৃপক্ষঅতিরিক্ত রোগীকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা যায়জানা যায়, হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন আছেসেটি মাঝেমধ্যে বিকল হয়নেই পরিচালনার জন্য রেডিওলোজিস্টআলট্রাসনোগ্রাম মেশিন আছে, নেই সনোলজিষ্টদুটি জরাজীর্ণ অ্যাম্বুলেন্স রয়েছে যা প্রায়শ বিকল থাকেফলে লোকজনকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়হাসপাতালটি শহরের কুন্দল এলাকায় অবস্থিতওই এলাকার বাসিন্দা ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন মালিক মোজাম্মেল হক জানান, হাসপাতালটি এখন নানা সমস্যায় নিজেই অসুস্থ্য৬২ বছর আগের স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়েছেগত বর্ষায় হাপাতাল চত্বর পানিতে ডুবে যায়ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম বিপাকে পড়েনহাসপাতালের নতুন পাঁচতলা ভবনে উঠারে জন্য নেই কোনো লিফট?্যাম্প সিঁড়ি থাকলেও মাঝেমধ্যে মোটরসাইকেলসহ রোগীর আত্বীয়-স্বজন ওই সিঁড়ি বেয়ে উপরে উঠেনসরজমিনে দেখা যায়, চিকিৎসা নিতে রোগীদের দীর্ঘ সারিঅনেকের হাতে স্লিপঅল্প সংখ্যক চিকিৎসক রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেনতার উপর দরকারি ও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় সমস্যায় পড়ছেন রোগীরাদিনাজপুরের খানসামা থেকে আসা রোগী আসমা খাতুন (৪৪) জানান, তিনি পায়ে আঘাত পেয়েছেনতার এক্সরে করা খুবই প্রয়োজন১৫দিন ধরে ঘোরাঘুরি করছেন কিন্তু এক্সরে করতে পারছেন নাকারণ নাকি এক্সরে মেশিনের ইউপিএসর সমস্যা হয়েছেসৈয়দপুরের সাহেবপাড়ার জুলহাস উদ্দিন (৫৬) জানান, হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে এসে দেখেন এর বিশেষজ্ঞ চিকিৎসক নেইতাই তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেনসৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা জানান, হাসপাতালটি পরিচালিত হচ্ছে উপসচিব পদমর্যাদার একজন তত্ত্ববধায়কের অধীনএ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পাশের দিনাজপুরের চিরিবন্দর, পার্বতীপুর, খানসামা উপজেলা ও রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ, নীলফামারী জেলার সদর ও সৈয়দপুর ও তার আশেপাশের ৩ লাখ রোগীহাসপাতালটি ১১ জন জ্যেষ্ঠ চিকিৎসকের পদ থাকলেও সবকটি পদ বর্তমানে শুন্য রয়েছে১০ জন জুনিয়র বিশেষজ্ঞ পদে চিকিৎসক আছেন মাত্র ৪ জন৩য় ও চতুর্থ শ্রেণির ৪৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৩ জননেই হৃদরোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞবিশেষায়িত এসব চিকৎসাসেবা না থাকায় রোগীরা বিড়ম্বনা পোহাচ্ছেনবাংলাদেশ মেডিকেল অ্যাসোয়িশন (বিএমএ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. মাহবুবুল হক দুলাল বলেন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকাটা দুঃখজনকঅবিলম্বে শূন্যপদে চিকিৎসক ও কর্মচারী নিয়োগের দাবি করেন তিনিসৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আশরাফ হোসেন বলেন, লোকবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছেএ ছাড়া এক্সরে মেশিন মেরামতের জন্যও সরবরাহকারীকে বলা হয়েছেহাসপাতালের কোড পরিবর্তন বা সংশোধনের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছেএ ব্যাপারে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম বলেন, হাসপাতালের সমস্যা নিয়ে জাতীয় সংসদে কথা বলেছিস্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে হাসপাতালের লোকবল সংকট ও সমস্যার সমাধান করা হবেসেই সঙ্গে এই জনপদের হাসপাতালটি জনগণের চাহিদার স্বার্থে ২৫০ শয্যায় উন্নীত করণের জন্য মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হবে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ