* সাড়ে তিন ঘণ্টা পর অস্ত্র¿সহ আত্মসমর্পণ * ভাঙতে পারেননি ব্যাংকের ভল্ট, অক্ষত সকল জিম্মিরা * মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হয়
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখা ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের একপর্যায়ে সাড়ে ৩ ঘন্টা পর আত্মসমর্পণ করেন তিন ডাকাত।
র্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। তিনজনই আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ঘটনাস্থলে একজন র্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভেতরে তিনজন ডাকাত ছিলো। তারা আত্মসমর্পণ করেছে। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে। তিনি বলেন, ভেতরে তিনজন (ডাকাত) ছিলো। বাইরেও তাদের লোক ছিল। এ র্যাব কর্মকর্তা বলেন, তিনি যতদূর জানেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তিন ডাকাতের আত্মসমর্পণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক ভবনে প্রবেশ করেছেন। তার সেখানে জিম্মি দশা থেকে মুক্ত লোকজনের সঙ্গে কথা বলছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ফিল্মি স্টাইলে ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। ডাকাতরা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। এ সময় স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হয়। পরে যৌথ বাহিনীর তৎপরতায় ৩ ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এ সময় ভেতরে আটকেপড়া জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। ঘটনাস্থলে এক র্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে তিন ডাকাতকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র ছিল। তবে স্থানীয় জানান, দুপুর দেড়টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ’ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে অস্ত্রধারী তিনজন ডাকাত অবস্থান করছে। চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। পরে তাদের আত্মসমর্পণের চেষ্টা করা হয়।
ডাকাতদের গ্রেফতার করে যা বললেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও): রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের কোনো ঘটনাও ঘটেনি। এর আগে দুপুরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখার ভেতর ঢুকে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। জিম্মিদের মুক্তির বিনিময়ে ১৫ লাখ টাকা ও নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করে আসছিল ডাকাত দলটি।
তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার: ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের হানার পর তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে ১০ থেকে ১২ জন গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী জিম্মি ছিলেন বলে জানা গেছে। এর আগে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ডাকাতরা। একই সঙ্গে নিরাপদ প্রস্থানের দাবিও জানিয়েছেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহ্বানে ডাকাতরা আত্মসমর্পণ করেন।
পুলিশের কাছে ডাকাতদের ২ আবদার: কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাত প্রবেশের পর আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। ডাকাতদের আত্মসমর্পণের জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তারা নেগোসিয়েশনের জন্য পুলিশকে দু’টি শর্ত জুড়ে দেয়। এর মধ্যে প্রথম শর্ত হলো-ব্যাংক থেকে লুণ্ঠিত ১৫ লাখ টাকা তারা নিয়ে নিতে চায়। এবং দ্বিতীয় শর্তটি হলো ডাকাত দলের ১২ সদস্যকে নিরাপদে চলে যেতে দিতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ডাকাত দলের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তাদের শর্তের বিষয়ে কথা হচ্ছে। একইসঙ্গে ডাকাতদের প্রস্তাবে রাজি হওয়া এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, এছাড়া র্যাব, পুলিশ, অ্যান্টি টেররিজমের সদস্যরা প্রস্তুত রয়েছে। যেকোনো সময় আমরা অভিযানেও যেতে পারি।
ডাকাতদের বিষয়ে যা বললেন ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তা: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ফিল্মি স্টাইলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দুরদর্শিতায় ব্যাংকের সকল কর্মকর্তা ও গ্রাহকদের অক্ষত অবস্থায় জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাখাটির বাইরে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণে বাধ্য করেন। এরআগে ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। তবে তাদের (ডাকাত) সঙ্গে আমরা নেগোশিয়েট করেছি। ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
রূপালী ব্যাংকের যে গেট দিয়ে ঢোকে ডাকাতরা: গতকাল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকায় রূপালী ব্যাংকের একটি শাখায় আনুমানিক দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ’ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এরপর পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য সেখানে হাজির হন।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। তিনি বলেন, ডাকাতদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরতে আমরা সক্ষম হয়েছি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ১২ জনের ডাকাত দল প্রবেশ করে। এর পর ১২ জন ডাকাত সদস্য ব্যাংকে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ফেলে। সেখানে জিম্মি অবস্থায় ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীকে অভিযানের মধ্যদিয়ে মুক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয় একদল সশস্ত্র ডাকাত
রূপালী ব্যাংকে ঢুকে পড়া ৩ ডাকাতের আত্মসমর্পণ
- আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১০:১৪:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১০:১৪:৪৩ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ