ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

সংঘর্ষের দায় একে অপরের ওপর চাপাচ্ছেন দুইপন্থিরা

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১১:৫৯:৩৬ অপরাহ্ন
সংঘর্ষের দায় একে অপরের ওপর চাপাচ্ছেন দুইপন্থিরা
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।
সাদপন্থীদের দাবি, কামারপাড়া থেকে স্লুইচ গেইট পর্যন্ত সড়কে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাত সাড়ে তিনটার দিকে জোবায়েরপন্থিরা তাদের দিকে ‘ইট পাটকেল, জলন্ত মশাল’ নিয়ে হামলা করে।
অন্যদিকে জুবায়েরপন্থিরা দাবি করছেন, ইজতেমার মাঠে অবস্থানকালে রাত সাড়ে তিনটায় ‘ছুরি, ক্ষুর, হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তাদের ওপর হামলা চালান সাদপন্থিরা।
সাদ অনুসারী মুফতি মু’আয বিন নূর ইজতেমা মাঠ থেকে সংবাদমাধ্যমকে বলেন, তাবলিগের এক পক্ষ সারা বছর এ মাঠটি ব্যবহার করে। তারা এবার যখন এ মাঠটিতে পাঁচদিনের জোড় (জমায়েত) করলেন তখন আমরা সেখানে জোড় (জমায়েত) করার অনুমতি চাই।
সরকার দুই পক্ষকে নিয়ে গত ৪ নভেম্বর বসার চেষ্টা করলেও আমরা এসেছি, কিন্তু তারা আসেনি। সরকার আমাদের দিয়াবাড়ি মাঠে জমায়েতের অনুমতি দিলেও সেটি পরিদর্শন করে, দেখলাম মাত্র ত্রিশ হাজার মানুষ সেখানে সংকুলান হবে। সেখানে কোন ইউটিলিসিট ফ্যাসিলিটি নেই। আমাদের ৪ থেকে ৫ লাখ মানুষ সেখানে সংকুলান হবে না। আজ ১৮ ডিসেম্বর সকাল ১০টায় উপদেষ্টারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। সেজন্য মাঠ প্রস্তুত করতে সরকারে অনুমতি নিয়ে আমাদের সাথীরা ঢাকায় এসেছেন।
তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে সাদপন্থিরা আক্রমণের শিকার হয়েছেন। রাত সাড়ে ৩টার দিকে কামারপাড়া থেকে স্লুইচ গেইট পর্যন্ত সড়কে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় জুবায়েরপন্থিরা তাদের ওপর ইটপাটকেল ও জলন্ত মশাল নিক্ষেপ করে আক্রমণ শুরু করে। সেখান থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে জুবায়েরপন্থিদের ধাওয়া দিয়ে সাদপন্থিরা মাঠে প্রবেশ করে।
জুবায়েরপন্থিদের নেতা মুফতি আমানুল হক কাকরাইল মসজিদ থেকে সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ইজতেমার মাঠে অবস্থানকালে রাত সাড়ে ৩টায় ‘ছুরি, ক্ষুর, হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তাদের ওপর হামলা চালান সাদপন্থিরা।
জুবায়েরপন্থিদের আরেক নেতা মামুনুল হক বলেন, আমাদের তিনজন ভাই শাহাদাত বরণ করেছেন। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একপক্ষীয়ভাবে হামলা হয়েছে। আমরা এমন তথ্য পাচ্ছি, পেশাদার খুনীদেরসহ এ অভিযান পরিচালনা হয়েছে। এটি দুই পক্ষের সংঘর্ষ বলে সংবাদ প্রচার হচ্ছে কিন্তু এটি একপক্ষীয় হামলা ও আক্রমণ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স