ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

দ্য মাস্কের সিকুয়ালে ফেরার আগ্রহ প্রকাশ করলেন জিম ক্যারি

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৯:৪১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৯:৪১:১৩ অপরাহ্ন
দ্য মাস্কের সিকুয়ালে ফেরার আগ্রহ প্রকাশ করলেন জিম ক্যারি
বিনোদন ডেস্ক
জিম ক্যারি তার জনপ্রিয় সিনেমা ‘দ্য মাস্ক’ (১৯৯৪)-এ আবারও ফিরতে ইচ্ছুক। তবে সেটা তখনই হবে যখন সিক্যুয়েলটির হৃদয়ছোঁয়া কোনো গল্প পাওয়া যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারি এই সিনেমায় তার প্রত্যাবর্তনের ইচ্ছের কথা এভাবেই প্রকাশ করলেন। তিনি বলেন, ‘কিছু চরিত্র থাকে যেগুলো অমূল্য। টাকা মূল উদ্দেশ্য নয়, সেটাকে সঠিকভাবে ফিরিয়ে আনার প্রস্তুতি থাকলে কাজ করা যেতে পারে। আবারও স্ট্যানলি আইপকিসের চরিত্রে ফিরতে প্রস্তুত আমি।’ ছবিতে স্ট্যানলি ইপকিস এক সাধারণ ব্যাংক কর্মচারী থেকে একটি রহস্যময় মাস্ক পরে যেভাবে বিশ্বজয় করেছিল সেটা অসাধারণ। এক উন্মাদ সুপারহিরোটিকে কোটি কোটি মানুষ ভালোবেসেছে। তাই চরিত্রটির প্রতি অন্যরকম ভালো লাগা লালন করেন ক্যারি। সেজন্য তিনি চান সুন্দর একটি গল্প নিয়ে ফেরার আয়োজন। ক্যারি বলেন, ‘এটি দারুণ একটা কনসেপ্টের ব্যাপার। আমি বলেছিলাম আমি অবসর নিতে চাই। আমি চাচ্ছিলাম বড় সময়ের একটি বিশ্রাম। কিন্তু একটা উদ্যমী টিমের সঙ্গে ভালো কাজের সুযোগ আসলে সেটা এড়োনো যায় না। যে কারণে আমি আবারও অভিনয়ে ফিরেছি। সুযোগ হলে দ্য মাস্ক নিয়েও ফিরতে চাই।’ ‘দ্য মাস্ক’ ক্যারির ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। ছবিটিতে ক্যামেরন ডিয়াজ এবং পিটার রিগার্টও অভিনয় করেছেন। সিনেমাটি ছিল বক্স অফিসে হিট। সেইসঙ্গে জিম ক্যারি হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দারুণ প্রশংসিত হন। জিম ক্যারি সম্প্রতি ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’র সিক্যুয়েলে গ্রিঞ্চের চরিত্রে ফেরার কথাও বলেছেন। তবে তিনি জানান, গ্রিঞ্চের কস্টিউম পরা ছিল অত্যন্ত কষ্টকর এবং শারীরিকভাবে এক বিরাট চ্যালেঞ্জ। এছাড়া, ক্যারি সম্প্রতি ‘সনিক দ্য হেজহগ ৩’ ছবিতে ড. রোবটনিক চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য