ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা নতুন মোড় নিলো দিয়েগো জোতার মৃত্যু নেইমারের গোলে ফেরোভিয়ারিয়ার বিপক্ষে জয় পেলো সান্তোস শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল বন্যা তোমার অবশ্যই সেই রেকর্ডের দিকে যাওয়া উচিত ছিল : লারা রুটের ব্যাটে ভর করে লড়ছে ইংল্যান্ড ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন ক্যাম্ফার বড় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা শ্বাসরুদ্ধকর ম্যাচে গায়ানার সাথে জয় পেলো রংপুর ১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে নেই শাপলা বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ বিবিসির প্রতিবেদনের তীব্র সমালোচনা হাসিনাপুত্র জয়ের তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা

জামিনে কারাগার থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৯:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৯:৩৯:৪৭ অপরাহ্ন
জামিনে কারাগার থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক
সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর নিহতের ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এ ঘটনার একদিন পর জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি। জেল থেকে বের হয়েই নিজ বাড়িতে যান আল্লু অর্জুন। এসময় অভিনেতার জন্য বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি ও তার সন্তানেরা। স্বামী জেল থেকে বের হতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন স্ত্রী। আবেগঘন এই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। অভিনেতার স্ত্রী স্নেহা এদিন চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও আল্লুকে জড়িয়ে ধরে। সামান্থা এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে!’ এসময় অশ্রুবিহ্বল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী। সামান্থা নিজেও পরিবারকে প্রচণ্ড ভালবাসেন। একসময়ে চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে। তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেছে। তবুও এখন নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য কিছুদিন আগে বিয়ে করেছেন আরেক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। আল্লু বাড়ি ফেরার পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগা চৈতন্য। বন্ধুকে দেখে আলিঙ্গন করেন ‘পুষ্পা’। এদিকে, বাড়ি ফিরে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন আল্লু অর্জুন। সেদিনের ঘটনার জন্য হাতজোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানান, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য