ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

জামিনে কারাগার থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৯:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৯:৩৯:৪৭ অপরাহ্ন
জামিনে কারাগার থেকে ছাড়া পেলেন আল্লু অর্জুন
বিনোদন ডেস্ক
সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর নিহতের ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। এ ঘটনার একদিন পর জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি। জেল থেকে বের হয়েই নিজ বাড়িতে যান আল্লু অর্জুন। এসময় অভিনেতার জন্য বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি ও তার সন্তানেরা। স্বামী জেল থেকে বের হতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন স্ত্রী। আবেগঘন এই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। অভিনেতার স্ত্রী স্নেহা এদিন চোখের জল মুছতে মুছতে ছুটে গিয়েছিলেন স্বামীর কাছে। দুই ছেলে-মেয়েও আল্লুকে জড়িয়ে ধরে। সামান্থা এই মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে!’ এসময় অশ্রুবিহ্বল ইমোজিও যোগ করে দেন অভিনেত্রী। সামান্থা নিজেও পরিবারকে প্রচণ্ড ভালবাসেন। একসময়ে চেয়েছিলেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানের মা হতে। তবে অভিনেত্রীর সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেছে। তবুও এখন নিজের পরিবার গড়ে তোলার স্বপ্ন রয়েছে সামান্থার। প্রাক্তন স্বামী নাগা চৈতন্য কিছুদিন আগে বিয়ে করেছেন আরেক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। আল্লু বাড়ি ফেরার পরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগা চৈতন্য। বন্ধুকে দেখে আলিঙ্গন করেন ‘পুষ্পা’। এদিকে, বাড়ি ফিরে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন আল্লু অর্জুন। সেদিনের ঘটনার জন্য হাতজোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানান, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তার হাত ছিল না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য