ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১৪:৩১ অপরাহ্ন
আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
স্পোটর্স ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দিয়ে শুরু হওয়া সফরটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। প্রথম টেস্টে হারের পর অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয় বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে লিটন দাসের দল টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে। আজ সোমবার সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফর্মেটের মারদাঙ্গা এই ম্যাচে বরাবরই আধিপত্য দেখিয়েছে ক্যারিবীয়রা। তার পরও অধিনায়কের মুখে টি-টোয়েন্টি সিরিজ জেতার প্রত্যয় দৃঢ়। বিসিবির প্রকাশিত ভিডিওতে অবশ্য কঠিন বাস্তবতাও স্বীকার করলেন তিনি। অধিনায়ক বলেন ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’ নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে আগের দুই ফরম্যাটের নেতৃত্বে মেহেদি মিরাজ ছিলেন। আজ টি-টোয়েন্টির নেতৃত্ব দেবেন লিটন। এই মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে রানখরায় ছিল টাইগাররা। তবে টাইগার অধিনায়ক লিটন মনে করছেন এবারের উইকেট ভিন্ন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গত শনিবার যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’ ম্যাচের আগেরদিন সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ক্রিকেটাররা নামতে পারেন নি মাঠে। ফলে অনুশীলন না করেই মেহেদি-লিটনদের টিম হোটেলে ফিরতে হয়েছে।
বাংলাদেশের স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য