খরিদ সূত্রে জমির মালিক হওয়া সত্বেও মো. মিজানুর রহমান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পেতে গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন আমি ২০০১ সালে ডেমরা থানাধীন মাতুয়াইল মৌজায় সি এস নং ৩৩২, এস এ নং ১৫৪ দাগ থেকে ৩৮.২৫ শতাংশ জমি মোয়াজ্জেম হোসেনের নিকট থেকে ক্রয় করি। পরবর্তীতে নিজ নামে আর. এস নাম জারি করেন যাহার জোত নং ১৮৩/৯১। নিজ নামে সিটি খারিজ করি যাহার জোত নং ৯৫/১৭১ এবং খাজনা পরিশোধ করেছি।
মাতুয়াইল মৌজা খারিজ খতিয়ান নং ৩৫৫৫। বিগত আওয়ামী সরকারের সময় মুরগী ব্যবসায়ী নাসির ও তার ঘনিষ্ঠসহযোগী স্থানীয় আওয়ামী নেতা নিরব গংরা জমি জবর দখলের হুমকি দিচ্ছে। তারা ওবায়দুল কাদেরের পরিচয় দিয়ে বিভিন্ন অপর্কম করে আসছিল। এক সময় তারা অবৈধ্য ভাবে জমি দখল করার জন্য মিথ্যা মামলা করে সেখানেও উচ্চ আদালতে ভুক্তভোগীর নামে রায় আসে। সন্ত্রাসী ভূমিদস্যুরা লিভ টু আপিল করে যা আদালত মামলা খারিজ করে ভুক্তভোগী মিজানের পক্ষে রায় দেয়। উক্ত সন্ত্রাসীরা নামে বেনামে হুমকি দিয়ে আসছে। মিজানুর রহমান বলেন আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। ভূক্তভোগী উক্ত সন্ত্রাসী ভূমিদস্যু মুরগী নাসির ও নিরব গংদের বিরুদ্ধে শাস্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
