ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ডুবে গেছে উপকূলীয় অঞ্চল এস আলমের ১১৩ কোটি টাকা ফ্রিজ আরও ৭ জনের করোনা শনাক্ত গণহত্যায় দায়ী সবার বিচার করতেই হবে-সোহেল তাজ দুদকের সেই শরীফকে চাকরি ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ এলজিইডির ২৫৭ প্রকৌশলীর নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম শুরু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের পাইলট প্রকল্প পুলিশের পাঁচ অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তাকে বদলি কয়রার পর্যটন কেন্দ্র অর্থনীতিতে অবদান রাখবে -জেলা প্রশাসক খুলনা কুমিল্লায় ৩ হত্যা ৮ আসামির তিনদিনের রিমান্ড সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আদেশ মানছে না প্রশাসন ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে দুই বাসের চাপায় প্রাণ গেলো বাবার ঢাকা মেডিকেল কলেজ খুলছে ১২ জুলাই মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে-ধর্ম উপদেষ্টা চট্টগ্রামে পাহাড়ে বেড়াতে গিয়ে দুই তরুণের মৃত্যু তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না : নাহিদ শ্রীপুরে ফিল্মি স্টাইলে এক স্কুলছাত্রকে অপহরণ পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে জলাবদ্ধতা অবশেষে মামলা নিয়ে মুখ খুললেন যশ দয়াল

দুদকে অভিযোগ অনুসন্ধানে স্থবিরতা বিরাজ করছে

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
দুদকে অভিযোগ অনুসন্ধানে স্থবিরতা বিরাজ করছে
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ অনুসন্ধানে স্থবিরতা বিরাজ করছে। মূলত কমিশন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ দুদকের অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা রুজু কিংবা চার্জশিট দেয়ার সিদ্ধান্তের একমাত্র ক্ষমতার অধিকারী কমিশন। কিন্তু কমিশন না থাকায় দুদক এক প্রকার অচল হয়ে পড়েছে। সংস্থাটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০টি অভিযোগ জমা পড়ে। আর কমিশন থেকে ওসব অভিযোগ যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধানের অনুমোদন নিতে হয়। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হাজারের বেশি প্রভাবশালী ও দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। দুদক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দুদক বিগত ২০০৭ সালে একবার দীর্ঘদিন কমিশনহীন ছিল। ফলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুদক অচল হয়ে থাকে। বর্তমানেও এমন অবস্থা বিরাজ করছে। দুদক কর্মকর্তারা এবার সংস্কার কমিশনের কাছে এর একটি সুরাহা চেয়েছেন। কারণ গত ২৯ অক্টোবর পুরো কমিশন পদত্যাগ করায় নতুন করে আর কোনো অভিযোগ অনুসন্ধান শুরু হয়নি। অথচ অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট অভিযোগের তথ্যপ্রমাণের ভিত্তিতে মামলা দায়ের করে দুদক। আর কমিশন থেকে মামলা দায়েরের অনুমোদন নিতে হয়। এরপর মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। আবার চার্জশিট দাখিলের আগেও কমিশন থেকে অনুমোদন নিতে হয়। অনুসন্ধান ও তদন্ত চলাকালীন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেলে এবং সেসব সম্পদ হাতবদল হওয়ার সম্ভাবনা থাকলে সেগুলো ক্রোক বা ফ্রিজ করে দুদক। এমনকি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তার বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়। সূত্র জানায়, আইন অনুযায়ী দুদক থেকে প্রথমে প্রশাসনিক আদেশ দিয়ে ইমিগ্রেশন ব্লক করে আদালতের মাধ্যমে আদেশ করা হয়। কিন্তু কমিশন থেকে এসব কিছুর অনুমোদন নিতে হয়। এমনকি কমিশন থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের সংক্রান্ত অনুমোদনও দেয়া হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমোদন করে কমিশন। গত ২৯ অক্টোবর থেকে কমিশন না থাকায় দুদকের অতি গুরুত্বপূর্ণ এসব কাজ বন্ধ হয়ে আছে। এমনকি চলতি অর্থবছরে (২০২৪-২৫) দুর্নীতি দমন কমিশনের অধীনে প্রাপ্ত বাজেট বরাদ্দ অনুযায়ী প্রয়োজনীয় ক্রয়ের অনুমোদন এবং আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসের কার্যক্রমবিষয়ক সব সিদ্ধান্ত আটকে আছে। এদিকে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কমিশনের হাতে দুদকের সব ক্ষমতা। যে কারণে কমিশন ছাড়া কোনো সিদ্ধান্তই নেওয়া যায় না। এ ক্ষেত্রে দুদকের মহাপরিচালকদের হাতে কিছু সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া প্রয়োজন। যাতে কমিশনে কোনো ধরনের শূন্যতা তৈরি হলে মহাপরিচালকরা সংস্থাটিকে চালিয়ে নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স