সারাদেশে জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। এ অবস্থায় দেশের ৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, শৈত্যপ্রবাহ আজ শনিবারও থাকতে পারে। এছাড়াও গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তিনি জানান, ঘন কুয়াশা থাকতে পারে আরও দুইদিন। এরপর আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে চলতি বছরের অগ্রহায়নের শেষে মৃদু শৈত্য প্রবাহের কারণে হাড়কাপানো শীত বিরাজ করছে।যতই দিন যাচ্ছে ততই তাপমাত্রা কমে কনকনে ঠাণ্ডা যেন জেঁকে বসছে। সূর্যের দেখা মিললেও নেই তাপ। গতকাল শুক্রবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস।যা চলতি মৌসুমে সর্বনিম্ন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, যখন ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্য প্রবাহ বলা হয়। ৮ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রাকে মাঝারি ৬ ডিগ্রির নিচে তাপমাত্রা কমলে তীব্র শৈত্য প্রবাহ বলা হয়।চলতি বছরের শেষের সময় জুড়ে তাপমাত্রা কমে প্রচণ্ড ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। স্থানীয়রা জানান, দিন দিন এ জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে কনকনে ঠান্ডা বিরাজ করছে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা। যদিও কুয়াশা ভেদ করে সকালের পরপরই সূর্য উঁকি দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১২:৩৭:৫৩ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ