ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন

সাংবাদিকদের জন্য বিপজ্জনক তালিকায় বাংলাদেশ

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৫:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৫:২৪:৫৫ অপরাহ্ন
সাংবাদিকদের জন্য বিপজ্জনক তালিকায় বাংলাদেশ
বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ও অঞ্চলের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরএসেফের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন পাঁচজন সাংবাদিক।
এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান ফিলিস্তিনের গাজা উপত্যকা। ২০২৪ সালে মোট নিহত সাংবাদিকদের ৩০ শতাংশই ইসরায়েলি বাহিনীর হাতে সেখানে প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালে অক্টোবরের পর থেকে ফিলিস্তিনে ১৪৫ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ৩৫ জন সাংবাদিককে সংবাদ সংগ্রহের সময় হত্যা করা হয়।
গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি। প্রতিবেদনে এই হত্যাযজ্ঞকে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে অভিহিত করা হয়।
আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় ফিলিস্তিনের পরই পাকিস্তান। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এর পরের দু’টি নাম হলো বাংলাদেশ ও মেক্সিকো। দুই দেশেই পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।
বিশ্বে ৫৫ জন সাংবাদিক এই মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর চারজন অন্তর্ভুক্ত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে বেশিসংখ্যক সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। দেশটি সাংবাদিকদের জন্য তৃতীয় বৃহত্তম জেলখানায় পরিণত হয়েছে। 
বর্তমানে চীনে সবচেয়ে বেশি ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন, ইসরায়েলে ৪১ জন এবং বেলারুশে ৪০ সাংবাদিক আটক রয়েছেন। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স