ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

যে কারণে স্ট্রাইক রেটে সফল কোহলি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৩:৪০ অপরাহ্ন
যে কারণে স্ট্রাইক রেটে সফল কোহলি যে কারণে স্ট্রাইক রেটে সফল কোহলি

স্পোর্টস  ডেস্ক
পুরস্কার বিতরণী আয়োজনে সঞ্চালক মুরালি কার্তিক জিজ্ঞেস করলেন, “এবারের মৌসুমে বা এই আইপিলে কী কী আপনি করছেন?” ভিরাট কোহলি হাসতে হাসতে বললেন, “স্পিনারদের জন্য স্লগ সুইপ কাজে লাগাচ্ছি এবারস্লগ সুইপ ক্রিকেটের খুবই পরিচিত ও নিয়মিত এক শটএখানে হাসির কিছু এমনিতে নেইকিন্তু কোহলির ব্যাটিং অনুসরণ করে থাকলে হাসির কারণটাও সহজে অনুমেয়সুইপ বা স্লগ সুইপের প্রতি অনুরাগ যে তার খুব একটা নেই! পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃহস্পতিবার ৪৭ বলে ৯২ রানের ইনিংসটির পথে রাহুল চাহার ও লিয়াম লিভিংস্টোনের স্পিনে এই শট বেশ কিছু খেলতে দেখা গেছে কোহলিকেএই শটে তার ব্যাট থেকে এসেছে এ দিন ২৬ রানকিছুদিন আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংসের পথেও রাশিদ খান, নূর আহমাদ, সাই কিশোরদের স্পিনে সুইপ-স্লগ সুইপ প্রচুর খেলেছেন কোহলিকোহলির মতো ব্যাটসম্যান যখন ভিন্ন কিছুর চেষ্টা করেন, সেটির পেছনে সুনির্দিষ্ট কারণ ও গভীর ভাবনা থাকেইতিনি নিজেই জানালেন, মূলত মাঝের ওভারগুলোয় স্ট্রাইক রেটের দাবি মেটাতেই এই পথ তিনি বেছে নিয়েছেনএবারের আইপিএলে কোহলির স্ট্রাইক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল বেশতিনি সেটি উড়িয়ে দিয়েছেন, কথায় যেমন, তেমনি ব্যাটেওএবারের আসরে এখনও পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৬০০ রান করেছেন তিনি (৭০.৪৪ গড়ে ৬৩৪)স্ট্রাইক রেট ১৫৩.৫১তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে যা প্রায় ২০ বেশিএমনকি কোহলির যে মৌসুমটি কিংবদন্তি হয়ে আছে আইপিএলের ইতিহাসে, ২০১৬ সালে চার সেঞ্চুরিতে ৯৭৩ রান করার সেই আসরেও তার স্ট্রাইক রেট ছিল এবারের চেয়ে কম (১৫২.০৩)কোহলি জানালেন, স্ট্রাইক রেটের কথা ভেবেই নিজের পুরোনো ঝোলা থেকে স্লগ সুইপ শট বের করে এনেছেন তিনিযদিও অনুশীলন করেননি বলেই দাবি তাারস্পিনারদের জন্য স্লগ সুইপ কাজে লাগাচ্ছি এবার (হাসি)মানসিকভাবে নিজেকে স্রেফ ওই জায়গাটায় নিয়ে গেছি, একদমই অনুশীলন করিনিতবে জানতাম যে, এই শট খেলতে পারবকারণ অতীতে অনেক খেলেছি এটা” “আমার মনে হচ্ছিল, আরেকটু ঝুঁকি নিতে পারি এবং এই শট একটা সময় নিয়মিতই খেলতামআবার খেলা শুরু করলাম এবং এতে যেটা হয়েছে, ব্যাক ফুটেও আমাকে শট খেলতে সহায়তা করছে এটাকারণ স্পিনের বিপক্ষে ওই দিকটা (ইশারায় অন সাইড দেখিয়ে) সবসময় কাজে লাগানোর সুযোগ খুঁজতে পারছিস্লগ সুইপ ঠিকঠাক খেলতে পারলে রান তোলার পাশাপাশি স্পিনারদের লেংথ এলোমেলো করে দেওয়া যায়আরও আলগা বল পাওয়ার সুযোগও তাই তৈরি হয়কিন্তু ঠিকঠাক না হলেই বিপদআউট হওয়ার ঝুঁকি এখানে থাকে সবসময়ইকোহলি বললেন, মানসিকভাবে সেই ভয়কে জয় করেই এখনও পর্যন্ত সফল তিনিএবারের আইপিএলে আমার জন্য এটা বিরাট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেএটা স্রেফ আরেকটু দৃঢ় বিশ্বাস রাখা ও আউট হয়ে যাওয়ার ভয়টা সরিয়ে দেওয়ার ব্যাপারযদি আউট হয়ে যাই, তাহলে কী হবে’, এই ভাবনাটাকে এবারের আইপিএলে দূরে রাখতে পেরেছি আমি এবং এটা আমাকে সহায়তা করেছে এই আইপিএলে মাঝের ওভারগুলায় স্ট্রাইক রেট ধরে রাখতে, দলের জন্যও স্কোরিট রেট ভালো রেখে যেতে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ