
সরকার পতনের পর সংখ্যালঘু হামলার ঘটনায় গ্রেফতার ৭০-প্রেস সচিব
- আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:০৮:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:০৮:০৭ অপরাহ্ন


আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৮৮ মামলা হয়েছে। এসব মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আপনাদের আজ মাইনোরিটি রিলেটেড আপডেট দেবো। সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে। যারা এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। প্রেস সচিব বলেন, এই কাজে (সংখ্যালঘু নির্যাতনে) যারা জড়িত তাদের গ্রেফতার করবো। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আপডেট দেবো। সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, রুলিং পার্টির (আওয়ামী লীগের) পদধারী ছিলেন। সে কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে যে কোনো ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। এগুলোও ক্রাইম হিসেবে দেখে সিরিয়াসলি নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ