বিনোদন ডেস্ক
ভিন্নধর্মী গল্প ও নির্মাণে তার বেশ সুনাম রয়েছে। সেইসাথে আরেকটি গুণ রয়েছে, গল্পের শেষ দিকে গিয়ে একটা ছোট্ট ম্যাজিক বা চমক দেখানো, যেটাতে পুরো গল্পই যেন ঘুরে যায় চোখের পলকে। এই চমক বা টুইস্টের জন্য অনেকে তাকে ‘মি. টুইস্ট’ বলেও আখ্যায়িত করেন। তিনি সময়ের তরুণ জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। ছোটপর্দায় এখন পর্যন্ত ভিকি জাহেদ উপহার দিয়েছেন বেশ কিছু থ্রিলারধর্মী নাটক, ওয়েব ফিল্ম। যেগুলো পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। তবে দর্শকপ্রিয়তার পেছনে আরেকজন কারিগরও রয়েছেন। তিনি আফরান নিশো। অভিনেতা আফরান নিশোর সঙ্গে নির্মাতা ভিকি জাহেদের রসায়নটা দারুণ। তবে বেশ কিছু দিন ধরে দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না। নিশো ব্যস্ত সিনেমা নিয়ে। সদ্যই নিজের আসন্ন সিনেমার ঘোষণাও দিলেন এই তারকা। তবে এরইমধ্যে ভিকি জাহেদও দিলেন আরেক সুখবর। গত সোমবার ভিকি জানালেন, শিগগির নতুন সিরিজে পাওয়া যাবে দুজনকে। ভিকি বলেন, “নিশো ভাই বললেন, অনেক দিন দুজনের কাজ হচ্ছে না। একটা সিরিজের গল্প ফাঁদতে আলোচনা করে সব চূড়ান্ত করলাম। ‘দাগি’ ছবির শুটিংয়ের পরই নাম ঠিক না হওয়া সিরিজের শুটিং করব।” ভিকি জাহেদ ও আফরান নিশো মিলে এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটক সিরিজে কাজ করেছেন যেগুলো সবগুলোই হিট। যার মধ্যে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘জন্মদাগ’, ‘দ্বিতীয় সূচনা’, ‘চম্পা হাউস’, ‘চিরকাল আজ’ অন্যতম। এবার দুজনের নতুন কাজের অপেক্ষায় ভক্তরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
