ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

‘পুষ্পা ২’ দেখে মুগ্ধ জিৎ, পাল্টা উত্তর আল্লু অর্জুনের

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৯:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৯:০১:২৫ অপরাহ্ন
‘পুষ্পা ২’ দেখে মুগ্ধ জিৎ, পাল্টা উত্তর আল্লু অর্জুনের
বিনোদন ডেস্ক
মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল ‘পুষ্পা ২’, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ইতোমধ্যে মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা! সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে। গত রোববার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! বিশ্বব্যাপী আয় ৮০০ কোটি টাকা। বক্স অফিসে সুনামির তাণ্ডব চালিয়ে যাচ্ছে আল্লু অর্জুনের সিনেমাটি। এদিকে, মুক্তির পর প্রশংসায় ভাসছে ‘পুষ্পা ২’। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি। দর্শক তো বটেই, তারকারাও প্রশংসায় ভাসাচ্ছেন দক্ষিণের এই ব্লকবাস্টারকে। এবার পুষ্পার জয়ধ্বনি শোনা গেল কলকাতার সুপারস্টার জিতের মুখেও। নিজের এক্স হ্যান্ডেলে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার পোস্টার শেয়ার করে জিৎ লিখেছেন, ‘পুষ্পা- ২ দেখে আমি সত্যিই অভিভূত! অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই এদেশের সেরা প্রতিভা। এমন টানটান চিত্রনাট্য আর দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারকে হ্যাটস অফ। যথাযথ কারণেই বিগেস্ট ব্লকবাস্টার হবে।’ নিজের এই পোস্টে ‘ওয়াইল্ড ফায়ার পুষ্পা’ লিখে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ হিসেবেও উল্লেখ করেছেন জিৎ। আর জিতের এমন প্রশংসাবানী চোখ এড়ায়নি আল্লু অর্জুনেরও। জিতের পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন আল্লু অর্জুন। লিখেছেন, ‘জিৎ গারু! এমন মন ছুঁয়ে যাওয়া প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমার সিনেমা দেখেছেন তার জন্য কৃতজ্ঞ। আপনার এই ভালোবাসায় আমি ধন্য।’ মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে পুষ্পা ২: দ্য রুল। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় সিনেমার রেকর্ড আগেই ভেঙেছে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছে। এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে সিনেমাটি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটি আয় করে ফেলেছে চারদিনে। ২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই ৮০০ কোটি আয় সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য