ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরিষাবাড়ীতে নদী ভাঙনের আতঙ্কে তিন গ্রামের মানুষ ইঞ্জিন সঙ্কটে পূর্বাঞ্চলে রেলযাত্রীদের ভোগান্তি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে-আলী রীয়াজ ভারত-মিয়ানমারের সাথে টানাপোড়েনে বাংলাদেশ দেশ-বিদেশ থেকে ছড়ানো গুজব এক প্রকার অবিরাম বোমাবর্ষণ : ড. ইউনূস ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি বরখাস্ত মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে মারামারি করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে নেগোসিয়েশন চলছে-নৌ-উপদেষ্টা বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায়-তারেক রহমান এফবিসিসিআই নির্বাচনে সময় বাড়লো দেড় মাস শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হরমুজ প্রণালী অবরোধ ও মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে নিজস্ব মজুদ কমায় ইউক্রেনে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরের যারা থাকবেন এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান চেলসি ছাড়লেন কেপা, আর্সেনালে নতুন যাত্রা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের স্ত্রী-সন্তানের ভরণপোষণে মাসে ৪ লাখ রুপি দিতে হবে শামিকে রাজনৈতিক টানাপোড়েনে অনিশ্চিত ভারতের বাংলাদেশ সফর

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৮:৫৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৮:৫৮:২৪ অপরাহ্ন
নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমার পাশাপাশি বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ডও তার দখলে। এই রেকর্ড ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে তার ক্ষেত্রে। সম্প্রতি আরও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলার সূচনা হয় তার। এ বিষয়ে মিম বলেন, ‘আমাদের উপর মানুষের বিশ্বাস অগাধ। তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। গয়না শিল্পে কমনীয়তা এবং পরিশীলিতার পুনর্র্নিধারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা হয়েছিল। আমি যতটা দেখেছি এই প্রতিষ্ঠানটির গহনায় শুধু ঐশ্বর্যই প্রকাশ করে না বরং ঐতিহ্যের অনন্য গল্পও বলে। তাদের সংগ্রহগুলি আধুনিক উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের একটি মিশ্রণে তৈরি। মানের দিক দিয়ে একচুলও ছাড় দেয় না। ফলে সব জেনে বুঝে আমিও প্রতিষ্ঠানটির সাথে পথচলা শুরু করলাম। আশা করি এই জার্নি দারুণ এক অভিজ্ঞতার হবে।’ প্রতিষ্ঠানটির কর্ণধার মো: ইকবাল হোসেন চৌধুরী জানান, ‘জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড স্বপ্ন দেখে দেশের সবচেয়ে বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ডগুলির মধ্যে একটি হওয়ার। আমাদের দৃষ্টিভঙ্গি হল প্রিমিয়াম-গুণমানের সোনা এবং হীরার গয়না অফার করার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা। যা পরিশীলিতা, বিশেষত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে। আমরা আগামী প্রজন্মের জন্য আস্থা, প্রতিপত্তি এবং বিলাসের প্রতীক হয়ে উঠতে চাই।’ সম্প্রতি জেসিএক্সের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। যে বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন নায়িকা। বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তর্জাল। তার আগে পরান ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। সম্প্রতি একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ফটোশুটেও অংশ নিয়েছেন মিম। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য