ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাবিতে তিন কর্মকর্তাকে পুলিশে দিলো সাবেক শিক্ষার্থীরা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট সচল, উৎপাদন বেড়ে ২১৮ মেগাওয়াট নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল গ্রেফতার ২ লাগাতার বৃষ্টিতে ৩শ’ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত জনজীবনে দুর্ভোগ পরিবারের কাছে ফিরলো কেন্দুয়ায় পাওয়া মানসিক ভারসাম্যহীন তরুণী ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু পঞ্চগড়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন বিএসএফ’র ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৫ জন কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাস্তার কাজ শেষ না করেই বিল পাস গাজীপুরে বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি ভাবি নিহত সিলেটে পিডিবি প্রিপেইড বিদ্যুৎ মিটারে বেড়েছে ভোগান্তি নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে- রিজভী বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট এ সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

সড়কে দুর্ঘটনায় ‘মৃত্যুর ক্ষোভে’ ট্রেনে পাথর হামলা!

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:৪১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:৪১:৫৮ অপরাহ্ন
সড়কে দুর্ঘটনায় ‘মৃত্যুর ক্ষোভে’ ট্রেনে পাথর হামলা!
তারা ইট-পাথর মেরে লোকোমাস্টারের রুমের গ্লাস ভেঙে ফেলেছে। কয়েকটি কোচের গ্লাসও ভেঙে ফেলা হয়েছে, বলছেন কমলাপুর স্টেশন মাস্টার রাজধানীর খিলগাঁও এলাকায় দল বেঁধে একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাতে কয়েকটি কোচের জানালার কাঁচ ভাঙার ও কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার বেলা পৌনে ৫টায় কমলাপুর ছেড়ে আসা আন্তনগর ট্রেনে এই হামলা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যুর পর তার স্বজন ও এলাকার লোকজন ট্রেনে হামলা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসা ৫৪ মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে, কমলাপুর থেকে একটি ট্রেন ছেড়ে আসছে। আর খিলগাঁও রেলেগেটের ঠিক আগে রেললাইনের দুপাশে একদল লোক দাঁড়িয়ে আছে। ট্রেনটি কাছাকাছি আসতে তারা ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে। ট্রেনটি ওই স্থান অতিক্রম করা পর্যন্ত পাথর নিক্ষেপ করে যাচ্ছিল তারা। তাদের বেশিরভাগই পাথর মেরেছে ট্রেনের জানলার কাঁচ লক্ষ্য করে। ভিডিওতে দেখা গেছে, লাল শার্ট পরা একজন ট্রেনের ইঞ্জিনে থাকা লোকোমাস্টারকে লক্ষ্য করে পাথর মেরেছেন। ট্রেনে পাথর মারার সময় সাদা এবং হলুদ পাঞ্জাবি পরা দুজন লোক দুপাশ থেকে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। তবে তাদের থামানো যায়নি। স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, কমলাপুর থেকে জামালপুরের তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছিল। খিলগাঁও যাওয়ার পর ওই ট্রেনে আক্রমণ করে এক দল লোক। ঘটনার সময় খিলগাঁও রেলগেট এলাকায় দায়িত্বে থাকা গেটম্যানদের বরাতে তিনি বলেন, তিন-চারদিন আগে খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হয়। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেললাইন কাছাকাছি হওয়ায় ওই ব্যক্তির এলাকার লোকজন ও স্বজনরা এসে রেললাইনে জড়ো হন। স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, তারা ইট-পাথর মেরে লোকোমাস্টারের রুমের গ্লাস ভেঙে ফেলেছে। কয়েকটি কোচের গ্লাসও ভেঙে ফেলা হয়েছে। ওই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে আমরা শুনেছি। ওই ঘটনায় রেলের কোনো সংশ্লিষ্টতাই নেই, তারপরও ট্রেনে হামলা করা হল। এ ঘটনায় কাউকে চিহ্নিত করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলতে পারব না। বিষয়টি থানা দেখছে। যতদূর জানি, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল, তারা এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। গতকাল শনিবার কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, রেলওয়ে এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেয়নি। এজন্য তারা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেননি। ওসি বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমরা আমাদের মতো ব্যবস্থা নিয়েছি। আমাদের কাছে কমপ্লেইন দিলে ওটা ধরে আমরা তদন্ত শুরু করব। অফ দ্য রেকর্ড অনেক কিছুই আছে। কিন্তু আইন মোতাবেক তদন্ত করতে হলে একটা মামলা নিতে হবে। কমপ্লেইন না পেলে আমি কিভাবে আগাব। এর আগে ১৮ নভেম্বর ঢাকার মহাখালীতে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সেদিন ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স