ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দিনাজপুরে ৩১৬ চালকলের লাইসেন্স বাতিল জাতীয় পার্টি কোনো সুবিধাভোগী ও সুবিধাবাদী দল নয় - জিএম কাদের এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হবে সর্বনিম্ন ৪০ আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ অমানবিক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ পাঁচ দাবি বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেবে সরকার-পরিবেশ উপদেষ্টা তীব্র সঙ্কটেও দেশে গ্যাসের চুরি ও অপচয় বন্ধ হচ্ছে না গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি

আগে আ’লীগ চাঁদা নিত এখন বিএনপি, রেটও বাড়িয়েছে-কাদের সিদ্দিকী

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১১:০৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১১:০৭:০৩ পূর্বাহ্ন
আগে আ’লীগ চাঁদা নিত এখন বিএনপি, রেটও বাড়িয়েছে-কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, ৫ আগস্টের পর থেকে বিএনপি কিন্তু একই দোষ করছে। জামায়াতে ইসলামী কিন্তু বাস কিংবা টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই। এসব কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিতো এখন বিএনপি সেখান থেকে চাঁদা নিচ্ছে, সেইসঙ্গে চাঁদার রেটও বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায়, সবই নিচ্ছে। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি এখন বিএনপি। গতকাল শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা শাখার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর, আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর। তবে শেখ হাসিনার না। কত অত্যাচার করলে, মানুষকে কত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে এমন গজব পড়ে। সেটাই হাসিনার ওপরে পড়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে, সেটাও নিশ্চয় আল্লাহ দেখবেন। তিনি বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন, তিনি আহাম্মকের স্বর্গে বাস করছেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের ওপরে সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলেছে শেখ হাসিনাকে বসিয়ে দেবে, তার নাম নাকি ট্রাম্প। ট্রাম্প না, তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীরপ্রতীক, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স