ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পুতিন, শি জিনপিং এবং কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প সৌদি রাজতন্ত্রে একক ক্ষমতাধর মোহাম্মদ বিন সালমান ভেনেজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গড়ছে চীন দেশের হয়ে ম্যাচে খেলতে চাইছেন না মেসি! ভেজা চোখে ম্যানইউ ছাড়লেন অ্যান্টনি সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব হলো বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার ডাকসুর প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে কমিটি

ঢালাও মামলায় সরকারি কর্মকর্তারা আতঙ্কিত

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ১০:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ১০:৩৮:১৭ অপরাহ্ন
ঢালাও মামলায় সরকারি কর্মকর্তারা আতঙ্কিত
ঢালাও মামলায় সরকারি কর্মকর্তারা আতঙ্কিত। মামলার কারণে সব কর্মকর্তার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের নামে একের পর এক মামলা হচ্ছে। তার বেশির ভাগই হত্যা বা হত্যাচেষ্টার মামলা। ইতিমধ্যে সরকারের সচিব এবং সাবেক সচিব মিলে ৫৩ জনকে আসামি করা হয়েছে। রয়েছে পুলিশসহ অন্যরাও। ওসব মামলার কারণে সরকারি কর্মকর্তাদের দুশ্চিস্তা কমছে না। মামলার পাশাপাশি প্রতিনিয়ত হচ্ছে নানা রদবদল। কর্মকর্তাদের নামে  বদলির অর্ডার হয়ে তা আবার বাতিল হচ্ছে। কবে কার নিজ মন্ত্রণালয় বা দপ্তরে শেষ অফিস করতে হবে কেউ তা জানে না কেউ। আবার কবে কার ওএসডি অর্ডার হবে তা নিয়েও রয়েছে সরকারি কর্মকর্তাদের নানা দুশ্চিন্তা। ফলে প্রশাসনের কাজে নেতিবাচক প্রভাব পড়েছে। সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারি কর্মকর্তাদের জন্য এখন হুটহাট একের পর রদবদল আদেশ হচ্ছে। কেউ স্বস্তিতে নেই। কারণ সুযোগ বুঝে কোনো কোনো ক্ষেত্রে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করাসহ চাঁদাবাজি ও হয়রানি করতেও অনেককে সব মামলায় আসামি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলায় ইচ্ছামতো আসামি করা হচ্ছে। মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেয়া হলেও মামলা থেমে নেই। ওই নির্দেশনায় ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনা ঘিরে যেসব মামলা হচ্ছে, সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তার/তাদের নাম প্রত্যাহারের ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে সঠিক তথ্যপ্রমাণ ছাড়া ওসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়। সূত্র জানায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এক মামলায় ১৯৬ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে সচিব এবং সাবেক সচিব মিলে ৫৩ জনকে আসামি করা হয়েছে। রয়েছে পুলিশসহ অন্যরাও। বিভিন্ন মামলায় বিচ্ছিন্নভাবে সাবেক কয়েকজন সচিবকে আসামি করা হয়েছে। এরকম ঢালাও মামলা হওয়ায় মামলার যে একটা নিজস্ব গুরুত্ব আছে সেটা কমে যাচ্ছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বিগ্নতা বাড়ছে। বিপরীতে প্রকৃত আসামিরা পাড় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি মামলায় ৭৮ কৃষি কর্মকর্তাকে আসামি করা হয়েছে। যার মধ্যে ৭৬ জন রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) কর্মরত। এতে কৃষিতেও অস্বস্তি বিরাজ করছে। আসামিদের মধ্যে ২৫ জন প্রকল্প পরিচালক, তিনজন নারী কর্মকর্তা ও তিনজন উপপ্রকল্প পরিচালকও আছেন। এমন মামলার পর মামলা নিয়ে কৃষির মাঠপর্যায়ে প্রশ্ন উঠেলেও মামলার প্রভাব পড়েছে। কেউ কেউ মনে করছেন কৃষি কর্মকর্তাদের এভাবে মানসিকভাবে দমিয়ে দিলে কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটবে। এদিকে এ বিষয়ে সাবেক সরকারি কর্মকর্তাদের মতে, ঢালাও মামলা করে অন্যায় করা হচ্ছে। মামলা সুনির্দিষ্টভাবে হওয়া উচিত। যারা জ্ঞানত কোনো অন্যায় করেনি, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকের নামে মামলা হলে বোঝা যায় এসব ভুয়া। যেহেতু এখন কিছুটা উল্টাপাল্টা হচ্ছে, তাই কর্মকর্তাদের মামলার বিষয় আমলে নেয়ারও দরকার নেই, ইগনোর করারও দরকার নেই। এসব একসময় ঠিক হয়ে যাবে। অন্যদিকে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাও মামলা বিষয়ে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান জানান, মামলার বাদী লেখাপড়া জানে না। অথচ কৃষি কর্মকর্তাদের নাম আইডিসহ মামলা করেছেন। এতে বোঝা যায় এটি উদ্দেশ্যপ্রণোদিত। সংশ্লিষ্ট থানায় কৃষির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছেন। আমরাও জানার চেষ্টা করছি এর পেছনে কারা? তবে অযথা কর্মকর্তাদের হয়রানি করা হবে না। প্রয়োজনে আইনগত সহায়তা দেয়া হবে। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে ঢালাও মামলা নিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ভুক্তভোগী ব্যক্তি যদি মামলা করেন, তাহলে তাকে মানা করা যায় না। তবে যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, দ্রুত তদন্ত করে তাদের নাম বাদ দিতে বলা হয়েছে। পুলিশকে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দেয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স