ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মূল ফোকাস জাতীয় নির্বাচন টার্গেট ফেব্রুয়ারি এপ্রিল : সিইসি প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার ইস্যুতে ঐকমত্যে অনিশ্চয়তা ইরান থেকে ঢাকায় পৌঁছালেন ২৮ বাংলাদেশি ২৩৯ কোটি টাকা ব্যয়ে হবে বিদ্যুতের ১০ সাবস্টেশন নির্মাণ হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবি শেষবারের মতো পর্দায় ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শুধু পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে : স্কারলেট মাফিয়া চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আমির খান বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা এবার পাইরেসির কবলে পড়লো ‘কান্নাপ্পা’ ব্যস্ততার মাঝেই জন্মদিন পালন করলেন জয়া শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান নিজের মৃত্যুর গুজব নিয়ে যা জানালেন মাহি আবারও ৪৮ ঘণ্টার আলটিমেটাম তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ জনকে গ্রেফতারের নির্দেশ ছয় মাসে কর্মস্থলে ঝরেছে ৪২২ শ্রমিকের প্রাণ

কমছে দুবলার চরে শুঁটকি উৎপাদন

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০১:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০১:১৮:৪৭ অপরাহ্ন
কমছে দুবলার চরে শুঁটকি উৎপাদন
ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় তিন দিন মাছ ধরতে পারেননি সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লির জেলেরা। মাছ সংকটে ডিসেম্বর মাসে শুঁটকি উৎপাদন প্রায় ৫০০ মণ কম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মূল্য প্রায় কোটি টাকা। ফলে সরকার রাজস্ব হারাবে কমপক্ষে ৩০ লাখ টাকা। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা বিশেষ টহল ফাঁড়ি সূত্রে জানা গেছে, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। ফলে গত ২৮, ২৯ ও ৩০ নভেম্বর টানা তিন দিন শুঁটকি পল্লির কোনও জেলে সাগরে যেতে পারেনি। এতে আলোরকোল, মাঝের কিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালার চরসহ দুবলার প্রত্যেকটি চরেই শুঁটকি তৈরির মাছের সংকট দেখা দেয়। যে কারণে চলতি মাসে রাজস্ব আয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা বাড়ছে। আলোরকোল শুঁটকি পল্লীর ব্যবসায়ী পঙ্কজ বিশ্বাস ও জেলে স্বপন বিশ্বাস জানান, আবহাওয়া খারাপ থাকায় তিন দিন মাছ ধরা বন্ধ ছিল। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর ১ ডিসেম্বর সকাল থেকে জেলেরা আবার সাগরে নামেন। তবে দুর্যোগে প্রত্যেকটি চরের সব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জর দুবলা বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, মাসে দুইটি গোনে ১৪ দিন মাছ ধরতে পারেন জেলেরা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় গত গোনে তিন দিন সাগরে নামতে পারেননি। তিন দিনে প্রায় এক কোটি টাকার শুঁটকি উৎপাদন ক্ষতি হবে। তিনি জানান, ডিসেম্বর মাসে তাদের দুই কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু মাছ মাছ কম হওয়ায় ডিসেম্বর মাসে প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব আয় কম হবে বলে শঙ্কা রয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাসে দুবলার শুঁটকি পল্লীর চরগুলোতে উৎপাদিত শুঁটকি খাত থেকে ৮ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত বছর আয় হয়েছিল ৭ কোটি ২৩ লাখ টাকা। কিন্তু এ বছর সাগরে মাছের পরিমাণ কম। আবার প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ঘন ঘন কাজ করছে। তাই এবার মৌসুমে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণেও আশঙ্কা দেখা দিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য