যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদেশি। গত বুধবার রাতে তারা দেশে ফেরেন। এ নিয়ে লেবানন থেকে ৮৬৫ বাংলাদেশি দেশে ফিরলেন। এছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে আরও ১০৫ জন ফিরবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। জানা যায়, লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফিরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি। লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে সহায়তা করছে সেখানকার দূতাবাস। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন। এরপর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০ জন, ২৯ অক্টোবর রাতে ৩৬ জন, ৩১ অক্টোবর ৫২ জনকে, ৩ নভেম্বর ৭০ জন, ৫ নভেম্বর ৩২ জনকে এবং ১২ নভেম্বর ৯৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এছাড়া গত ৫ নভেম্বর আইওএম স্পন্সর চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয় ১৫১ জনকে এবং গত ২১ নভেম্বর একটি ফ্লাইটে ৬ জনকে ফিরিয়ে নিয়ে আসে আইওএম। এরই ধারাবাহিকতায় গত বুধবারও ৬৫ জন ফিরে আসেন দেশে।

লেবানন থেকে ফিরলেন ৬৫ বাংলাদেশি
- আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০১:১৩:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০১:১৩:৩০ অপরাহ্ন


নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ