ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
হিন্দু বাড়িতে হামলা

সুনামগঞ্জের সেই গ্রামে কড়া নিরাপত্তা, বসেছে ক্যাম্প

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৯:০৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৯:০৯:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জের সেই গ্রামে কড়া নিরাপত্তা, বসেছে ক্যাম্প
হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সেনা ও পুলিশ সদস্যরা আসায় রাতেই গ্রামের বাসিন্দাদের অনেকে ফিরেছেন; এখন তারা খানিকটা নিরাপদ বোধ করছেন, বলেন এক গ্রামবাসী
সুনামগঞ্জ প্রতিনিধি
ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে ও বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানোর পর সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা নিয়েছে।
আগের রাতের ঘটনার পর বুধবার দুপুরে উপজেলার মংলারগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। এসময় তারা গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার উপরে জোর দেন।
পরে বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনেও হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সব ধর্মের ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। সেখানেও সবাইকে শান্ত থাকা এবং সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা বলা হয়েছে।
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেছেন, মঙ্গলবার রাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের পর রাতেই সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রামে আসেন। এ খবর পেয়ে হামলার মুখে যারা পালিয়ে গিয়েছিলেন; তারাও রাতে ভাঙা বাড়িঘরে ফিরে আসতে শুরু করেনে।
তারা বলেন, সেনা ও পুলিশ সদস্যরা আসায় এখন তারা খানিকটা নিরাপদ বোধ করছেন।
গতকাল বুধবার দুপুরে মংলারগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, সেনা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সঙ্গে পুলিশদেরও সেখানে অবস্থান নিতে দেখা গেছে। গ্রামের বাসিন্দারা রাস্তা দিয়ে চলাচল করছেন।
এছাড়া উপজেলা সদরের বাজার এলাকায় মন্দিরে সেনা সদস্যদের নিরাপত্তা দিতে দেখা গেছে।
দুপুর ২টার দিকে মংলারগাঁও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়কালে মেজর মো. আল জাবির আসিফ বলেন, গতকাল (মঙ্গলবার) যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এতে আমরা সবাই কষ্ট পেয়েছি। সেনাবাহিনী, পুলিশ ও এলাকাবাসী সবাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। তবে এর আগে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছে।
এখানে মূল অপরাধী হচ্ছে কিছু মানুষ বা একটি গোষ্ঠী যাদের অন্য উদ্দেশ্য আছে। এর আগে কখনও দোয়ারাবাজরে এমন হয়নি। ছোট একটা কাজের জন্য কী হয়ে গেছে। তবে কোনো প্রাণহানি হয়নি সেটার জন্য শুকরিয়া।
তিনি বলেন, আপনাদের ছেলেমেয়েদের খেয়াল রাখবেন, যাতে ছোট কোনো কাজের জন্য বড় মাসুল দিতে না হয়। আপনারা নিরাপদ ফিল করেন; আমরা এখানে ক্যাম্প করেছি। কোনো ধরনের উসকানিতে কান দেবেন না। সবাইকে সচেতন থাকবেন, আপনাদের কোনো সমস্যা হবে না।
আমরা ছাত্র, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বসেছি। আপনাদের এলাকায় খুব সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এলাকার মানুষজন এসে গতকাল আপনাদের কেন্দ্রীয় মন্দির রক্ষা করেছেন। এই সম্প্রীতি বজায় রেখেই সবাইকে চলতে হবে।
সার্বিক পরিস্থিতি নিয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রাম ও উপজেলা সদরের বাজারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে (২০) আটক করেছে; যার বিরুদ্ধে আরেকজনের ফেইসবুক পোস্টে গিয়ে ধর্মকে অবমাননা করে কমেন্ট করার অভিযোগ তুলেছে এলাকার কিছু লোকজন।
এ বিষয়ে ওসি জাহিদুল বলেন, আকাশ দাসের আইডি থেকেই ফেইসবুকে কমেন্টটি করা হয়েছে; পুলিশ এটির প্রাথমিক সত্যতা পেয়েছে। আর এ ঘটনায় সাইবার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আকাশকে আজ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য