ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে এলো ঢাকা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৪৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৪৫:২৯ পূর্বাহ্ন
বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে এলো ঢাকা

শীত আসার সঙ্গে সঙ্গে আবহাওয়া শুষ্ক হতে শুরু করে। প্রতিবছরের মতো এবারও এর ব্যতিক্রম নেই। ইতোমধ্যেই ঢাকার বাতাস ধুলায় ভরে গেছে। রাজধানীতে উন্মুক্ত আকাশের দিকে তাকালে বাতাসে ধুলার স্তর দেখা যাচ্ছে। গতকাল বুধবার সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান ছিল ঢাকার। সকালে ৮টা নাগাদ শীর্ষ অবস্থানে ছিল। ঘণ্টা দুয়েক পর সকাল ১০টা নাগাদ একধাপ নিচে নেমে দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী এই শহর। বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল ১০টা নাগাদ ঢাকায় বাতাসের দূষণের মাত্রা ছিল ১৬২। আর প্রথম স্থানে আছে মিশরের রাজধানী শহর কায়রো, শহরটির একিআই মাত্রা ছিল ২৬৪। বিশেষজ্ঞরা বলেন, মানের দিক বিবেচনা করলে মাত্রা ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে। বেসরকারি বায়ু গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপসের গবেষণা থেকে জানা যায়, গত ৯ বছরের হিসাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর হয়ে থাকে। চলতি বছরের ১৬ নভেম্বর ঢাকার বাতাসের মান বা একিউআই ২৬৯-এ উঠেছিল। ক্যাপস-এর হিসাবে, গত ৯ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে বায়ুমান সূচকে জানুয়ারির বায়ু সব চাইতে বেশি অস্বাস্থ্যকর। তবে বছরের ১২ মাসের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাসের বাতাস সব চাইতে অস্বাস্থ্যকর থাকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স