দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) যোগ দিলেও তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।
গতকাল বুধবার বিকেল পৌনে চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে অংশ নিতে আসেন অলি আহমদ।
কিন্তু রাজনৈতিক দলগুলোর তালিকায় তার নাম না থাকায় অলি আহমদ প্রবেশ করতে পারেননি।
এ বিষয়ে এলডিপির দফতর সম্পাদক সালাউদ্দিন রাজ্জাক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিতে উপদেষ্টা আদিলুর রহমান ফোনকল করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানিয়েছিলেন। কিন্তু গেটে নামের তালিকায় নাম না থাকায় অলি আহমদ প্রবেশ করতে পারেননি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ফিরে গেলেন অলি আহমদ তালিকায় নাম না থাকায়
- আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৩৫:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৩৫:০৫ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ